নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার দেশটার মত মহান হতে চাই facebook.com/khudro.khadem

ক্ষুদ্র খাদেম

ক্ষুদ্র খাদেম › বিস্তারিত পোস্টঃ

আসলে আমরা কী জানি??? সবকিছুই নাকি কিছুই না!!! /:)

৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০১

'কেউ জানে না' অবস্থার মধ্যে আছি আমরা।

পরিবহন চলাচল বন্ধ হয়—সেটা বিজিএমইএ জানে না।

বিজিএমইএর নির্দেশে গার্মেন্ট ফ্যাক্টরি খোলে—সরকারি কর্তৃপক্ষ জানে না।

পরিবহন চলাচল কেন বন্ধ, গার্মেন্ট ফ্যাক্টরি কেন খোলা—সেটা আবার স্বাস্থ্যমন্ত্রী মহোদয় জানে না।

করোনা মোকাবেলা সমন্বয় কমিটির সভাপতি হয়েও স্বাস্থ্যমন্ত্রী কেন এসব জানেন না—সেটা আবার জনগণ জানে না।

মসজিদে নামাজের জামাতে ১২ জনের বেশি জমায়েত না হওয়ার নির্দেশ দিয়ে জিলাপির দোকান কেন খোলা হয়—সেটা কেউ জানে না।

সংসদ টেলিভিশনে প্রচারিত তৃতীয় শ্রেণীর গণিতের যোগফল শিক্ষক জানে না।

ঢাকার ছেলে হয়েও Extraction-এর অভিনেতারা দেশীয় উচ্চারণে বাংলা বলাটা জানে না।

ইরফান খান যে তার আগে চলচ্চিত্রে অভিনয় করেছেন—সেটা আবার ওমর সানি জানে না।

করোনা মহামারীর মধ্যে যে ডেঙ্গু মশার ভয়ঙ্কর উপদ্রব বেড়েছে—ঢাকার দুই মেয়র সেটা জানে না‌।

ওদিকে, ঢাকার দুই মেয়র কোথায় লুকিয়ে আছেন—সেটা আবার নগরবাসী জানে না।

ধান কাঁচা না পাকা অবস্থায় কাটতে হয়—ফটোসেশনের লোভে ফুরুৎ করে জমিতে নেমে পড়া নেতারা সেটা জানে না।

গাজীপুরের মেয়র মসজিদে নামাজ পড়া উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন—সেটা অাবার ধর্মমন্ত্রণালয় জানে না!

পরবর্তীতে আবার তিনি সে ঘোষণা ফিরিয়ে নিয়েছেন—সেটা অনেক মুসল্লি জানে না।

এই দুঃসময় কবে শেষ হবে—সেটা কেউ জানে না।

এটা কে লিখছে আমিও জানিনা।

আসলেঃ এটা একটা সংগৃহীত লেখা B:-/

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: আসল সমস্যা হলো সমন্বয়হীনতা।

৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৪

ক্ষুদ্র খাদেম বলেছেন: আরে ভাই, সবই ঠিক আছে, সমস্যা ও বুঝলাম। কিন্তু সমাধান তো করতে হবে :|

২| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৮

নেওয়াজ আলি বলেছেন: বাংলাদেশে একটা জগাখিচুড়ি অবস্থা

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৪

ক্ষুদ্র খাদেম বলেছেন: আমরা ইচ্ছে করেই চাই না জগাখিচুড়ি কে সমাধান করতে!!

৩| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৯

ইফতেখার ভূইয়া বলেছেন: বাঙালি জাতি হিসেবে আমাদের নিজেদের নিয়ে গর্ব করার মতো তেমন কিছু নেই, না দেশে কিংবা বিদেশে। এই বিশ্বের অন্যান্য জাতির তুলনায় সার্বিকভাবে আমাদের অবস্থান অত্যন্ত নিচের কাতারে।

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৫

ক্ষুদ্র খাদেম বলেছেন: ভালো কিছু করতে পারলে, গর্ব ও করা যাবে। কিন্তু হচ্ছে কোথায় ভালো কিছু???

৪| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৭

আহমেদ জী এস বলেছেন: ক্ষুদ্র খাদেম,




হা...হা...হা...
আমিও জানিনা এই পোস্টটি পড়ে মন্তব্যটি করছি কিনা!!!!!!!! :(

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৫

ক্ষুদ্র খাদেম বলেছেন: এখন আসলেই তাই মনে হচ্ছে /:) :|

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫০

ফারহানা শারমিন বলেছেন: আমি কি বলব? আমি জানি না। :-*

০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১১:১৯

ক্ষুদ্র খাদেম বলেছেন: আসলেই তাই ... বিচিত্র এই সময়!!

৬| ০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৯:৩১

করুণাধারা বলেছেন: এই দুঃসময় কবে শেষ হবে- সেটা কেউ জানে না। :(

১০ ই নভেম্বর, ২০২০ রাত ১:০৬

ক্ষুদ্র খাদেম বলেছেন: আশা করি শেষ হবে দ্রুতই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.