| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

(শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য)
অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হইবার পর ক্লাসে এক ইঁচড়েপাকার সন্ধান পাইলাম, যে কিনা আমাদের আগেই দুইবছর ধরিয়া অষ্টম শ্রেনীর জ্ঞান অর্জন করিয়া আসিতেছিলো। মূলত তাহার সান্নিধ্যে আসিয়া আমরা আদিরসের প্রাথমিক জ্ঞান লাভ করিলাম।
এইরুপ জ্ঞানদানের এক পর্যায়ে, সে আমাদের মধ্যকার সবচাইতে আলাভোলা বালককে শুধাইলো, বাচ্চা কিরুপে হয়, তাহা কি তুমি জানো?
আলাভোলাসহ আমাদের সক্কলে মাথা নাড়িয়া জানাইলাম আমাদের জ্ঞান এখনো বহির্ভাগে সীমাবদ্ধ!
ইঁচড়েপাকা আমাদের বিস্তারিত বয়ান করিল। আমরা খানিকটা দিধা-দ্বন্দে ভুগিয়া এ-ওর মুখপানে চাহিয়া রহিলাম কিন্তু আলাভোলা কোনোভাবেই ইহা মানিতে পারিল না।
সে বাষ্পরুদ্ধকন্ঠে কান্না চাপিয়া চিৎকার করিয়া বলিলো, ইহা অসম্ভব! আমার পিতামাতা এই কর্ম কিছুতেই করিতে পারে না! আমি বিশ্বাস করি না!
সেইরুপ আলজাজিরার রিপোর্ট দেখিয়া, আমাদের সেই আলাভোলার ন্যায় কিছু লোকের ইহা অসম্ভব, ইহা অবিশ্বাস্য, ইহা কাল্পনিক ইত্যাদি চিৎকার শুনিয়া, আমার উপরোক্ত ক্ষুদ্র ঘটনাটি মনে পড়িয়া গেল, আর কিছু নহে।
ধন্যবাদ।
ইহা একখানা সম্পূর্ণ কপি করা প্রোডাকশন
১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৯
ক্ষুদ্র খাদেম বলেছেন: আসলেই তো??!! তাঁরা কী অপ্রাপ্তবয়স্ক নাকি ![]()
২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: আল জাজিরা তো আজ সারা বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে।
১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৯
ক্ষুদ্র খাদেম বলেছেন: আপনে আমি ঠিক থাকলেই হইল ভাই ![]()
৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০১
নীল আকাশ বলেছেন: সাধারণ উপমা। পারফেক্ট!
১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪০
ক্ষুদ্র খাদেম বলেছেন: হেহেহে, আমরা তো খালি উপমা ই দিবার পারুম ![]()
৪|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আল জাজিরা অবশ্য এই কর্ম করে এখানে সেখানে কিছু বাচ্চা বানিয়েছে,এখন এখানে চেষ্টা করছে।তাইতো বলতে চান।
১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪১
ক্ষুদ্র খাদেম বলেছেন: সবাই খালি টি আর পি আর ভিউ ই চাইল, আফসোস ![]()
৫|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৬
ভুয়া মফিজ বলেছেন: ছবিটা ট্রাম্পের কাটা ঘায়ে নুনের ছিটা দেয়ার মতোই। মজা পেলাম।
১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪২
ক্ষুদ্র খাদেম বলেছেন: ভুয়া ভাই, এত্ত মজা নিয়েন না, নতুন কাক্কু আইয়া পরছে ![]()
৬|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪২
পদ্মপুকুর বলেছেন: সাবেক আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনটা কালা আর উন এরটা ধলা!!! ![]()
১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪৩
ক্ষুদ্র খাদেম বলেছেন: এহ এত্ত কিছু খিয়াল করতে কইছে কিডা ![]()
৭|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৩
করুণাধারা বলেছেন: ঐ বিষয়ের উল্লেখ না করাই নিরাপদ। আমিও অন্য সকলের মতো ট্রাম্পের ছবির প্রশংসা করে গেলাম... অবশ্য পোস্টে লাইক দিয়েছি।
১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪৪
ক্ষুদ্র খাদেম বলেছেন: এইযে দেখেন, আপনে আমি, সবাই ই ছুপা রুস্তম ![]()
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মনে হয় বুঝছিন!!
প্রাপ্ত বয়স্ক মনে হইতাছে।
যারা পড়েছেন কিন্তু মন্তব্য
করেনাই তারা কি অপ্রাপ্ত বয়স্ক !!