![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মঙ্গলবার রাশিয়ার সাইবেরিয়ায় আর্কটিক সার্কেলের একটি রানওয়েতে -৫২ ডিগ্রি তাপমাত্রায় বিমানটির চেসিস জমাট বেঁধে যায়। ফলে তা কিছুতেই চলছিল না। এরপর যাত্রীরা প্লেন থেকে নেমে সবাই মিলে ধাক্কা দিয়ে তা সচল করেন।
যাত্রীরা সবাই ছিলেন পর্যটক। সংখ্যায় ৭৪ জন। এক পর্যটক দৃশ্যটি ভিডিও করে।
৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
মাহমুদ তূর্য বলেছেন: বাস ধাক্কার দিন শেষ।
এখন প্লে ধাক্কার দিন শুরু।
২| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪
বলেছেন: আগে বাস ধাক্কা দিতে হতো। এখন প্লেনও ধাক্কা দিতে হয়
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫০
মাহমুদ তূর্য বলেছেন: বাস ধাক্কার দিন শেষ।
এখন প্লে ধাক্কার দিন শুরু।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪
ভূতের কেচ্ছা বলেছেন:
৪| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩
দিশেহারা আমি বলেছেন: দ্যা টাকলু বস বলেছেন: আগে বাস ধাক্কা দিতে হতো। এখন প্লেনও ধাক্কা দিতে হয়
আমি হলে ২য় বার এই প্লেনে আর চড়তাম না।মাথা খারাপ নাকি উপরে উঠে আবার যদি ধাক্কা দিতে হয়
এমনিতেই একবার জানে বেছে গেছি। হংকং এয়ারপোর্টে cathay pacific airlines যাচ্ছিলাম। মাটি থেকে ৫০ তলা পর্যন্তও উঠে্তি,প্লেনটি এখন ও সোজা হয়নি ,বাপ পাশ থেকে আরেকটা প্লেন আসছে আমাদের প্লেন্তা হার্ড ব্রেক করছে আর বাম্ পাশ দিয়ে আসা প্লেনটা সামনে দিয়ে চলে গেল.৩০ সেকেন্ড এ দিক সেদিক হলেই খবর আছিলো। উড়ার পর যে প্লেন হার্ড ব্রেক করতে পারে জানতামই না।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৯
জেকলেট বলেছেন: ৫২ ডিগ্রি তাপমাত্রায়!! নাকি -৫২ ডিগ্রি তাপমাত্রায়???
৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
কলমের কালি শেষ বলেছেন: ব্যাপারটা পত্রিায় পড়েছিলাম । একটু হাসিও পেলাম ।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০০
দ্যা টাকলু বস বলেছেন: আগে বাস ধাক্কা দিতে হতো। এখন প্লেনও ধাক্কা দিতে হয়