![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ আয়োজন করে Upside Down মুভিটি দেখতে বসেছিলাম। double gravity নিয়ে সাইন্স ফিকশন মুভি হলেও মূলত এটি রোমান্টিক মুভি। কনসেপ্টটা ভালো লেগেছে। কিন্তু মুভির প্রথম ৯ মিনিটেই হতাশ হলাম। সাইন্স ফিকশন মুভি মূল শর্ত সঠিক সাইন্স সাথে ফিকশন থাকবে। কিন্তু মুভিটিতে সাইন্স কে গোজামিল দিয়ে দেখানো হয়েছে। মুভির নায়ক inverse world এর এক মেয়ের এর প্রেমে পরে যায়। দুই জন দুইজন দুই gravity এর বাসিন্দা। এক world এর কেউ inverse world এ যেতেও পারে না। কিন্তু ভালবাসা কি কোন বাঁধা মানে? gravity বাঁধা ছাড়িয়ে একজন আরেক জনের কাছে চলে আসে।
gravity আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে রাখে। এখন যদি রিভার্স গ্রাভিটির কোন গ্রহের কোন বস্তু যদি আমাদের পৃথিবীতে চলে আসে। তবে সেই বস্তুও পৃথিবীতে আসার পর gravity এর কারনে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে রাখবে। কারণ সেই বস্তুটি পৃথিবীর gravity এর আওতায়। সেটা নিশ্চয় আর ভেসে থাকবে না ?
মুভিটিতে সাইন্স এর এই গোজামিলটিই দেখানো হয়েছে। নায়িকা তার inverse world থেকে এই পৃথিবীতে নায়কের সাথে দেখা করতে আসে। তখন নায়িকা ভেসে থাকে। নায়িকার উপর পৃথিবীর gravity কাজ করে না। নায়ক স্বাভাবিক gravity তে। এক সাথে দুই জন কিন্তু দুই জন দুই gravity তে।
সাইন্স এর এই গোজামিল না খাকলে Upside Down একটি অসাধরন মুভি হতে পারতো।
২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭
মাহমুদ তূর্য বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০
তূর্য হাসান বলেছেন: ডাবল গ্রাভিটি কনসেপ্টটা চমকপ্রদ। কিছু গোজামিল বাদ দিলে ছবিটা ভালোই লেগেছে। খুবই ছোট একটা সহজ সরল গল্পকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপান্তরের জন্য পরিচালক অবশ্যই ধন্যবাদের যোগ্য। বিশেষ করে প্রকৃতির দৃশ্যায়নগুলো আমার কাছে অসাধারণ লেগেছে।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪
এহসান সাবির বলেছেন: গোজামিল আছে ভাইয়া..........
তবে আমার কাছে খুব ভালো লেগেছে... বেশ রোমান্টিক....
গোজামিল না খাকলে Upside Down একটি অসাধরন সাইফাই মুভি হতে পারতো।
শুভেচ্ছা ভাইয়া।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২
চাঁদগাজী বলেছেন:
মুভি কেন টানে না।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৬
দ্যা টাকলু বস বলেছেন: কনসেপ্টটা ইউনিক ছিল। তবে সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে গেছে মুভিটিতে।