![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গারো --- ময়মংসিংহ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা, গাজীপুর, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, বগুড়া, ঢাকা।
খিয়াং --- বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি।
ম্রো/মুরং --- বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি।
বম --- বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি।
চাকমা --- বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি। (বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ উপজাতি)।
চাক --- বান্দরবন, কক্সবাজার, বগুড়া, রাঙামাটি, খাগড়াছড়ি।
লুসাই --- রাঙামাটি, বান্দরবন, মৌলভীবাজার, খাগড়াছড়ি।
মারমা/মগ --- রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, পটুয়াখালী, ময়মংসিংহ, সিলেট।
ত্রিপুরা --- বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, রাজবাড়ী, চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, মৌলভীবাজার, ফেনী।
তঞ্চঙ্গ্যা --- বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি।
রাখাইন --- কক্সবাজার, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, রাঙামাটি, খাগড়াছড়ি।
খাসিয়া --- মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ।
মণিপুরী --- মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ।
কুকি --- পার্বত্য চট্টগ্রাম, মৌলভীবাজার।
উসাই --- খাগড়াছড়ি, বান্দরবন।
লাউয়া --- ঢাকা।
খুমি --- বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি।
হাজং --- ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, বগুড়া, মৌলভীবাজার।
বানাই --- ময়মনসিংহ, শেরপুর, জামালপুর।
কোচ --- ময়মনসিংহ, রাজশাহী, শেরপুর, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, নেত্রকোনা, গাজীপুর, সিলেট।
ডালু/দালু --- ময়মংসিংহ, শেরপুর, জামালপুর, বগুড়া, সিলেট।
সাঁওতাল --- দিনাজপুর, রাজশাহী, ময়মংসিংহ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, পঞ্চগড়, নাটোর, ঠাকুরগাঁও, সিলেট, জয়পুরহাট, মৌলভীবাজার।
পাহাড়িয়া --- দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, বগুড়া, চাপাইনবাবগঞ্জ, রংপুর, পঞ্চগড়, নাটোর, ঠাকুরগাঁও, পাবনা।
মুন্ডা --- দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, বগুড়া, চাপাইনবাবগঞ্জ, রংপুর, পঞ্চগড়, নাটোর, ঠাকুরগাঁও, সিলেট, জয়পুরহাট, মৌলভীবাজার, সুন্দরবন।
মাহাতো --- দিনাজপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট।
গোর্খা/গুর্খা --- রাঙ্গামাটি (বাংলাদেশের একমাত্র উপজাতি যারা নেপালী ভাষায় কথা বলে)।
পাহান --- রাজশাহী, সিরাজগঞ্জ।
রাজুয়াড় --- রাজশাহী।
মুসহার --- রাজশাহী, দিনাজপুর।
হোদি/হদি ---সিলেট, ময়মংসিংহ, সিরাজগঞ্জ।
পালিয়া --- সিলেট, ময়মংসিংহ, দিনাজপুর।
মিকির --- সিলেট।
রাই --- রাজশাহী, দিনাজপুর, সিরাজগঞ্জ।
বদিয়া/বেদে --- সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া।
বাগিদ --- কুষ্টিয়া, নাটোর, ঝিনাইদহ, খুলনা, যশোর।
কোল --- রাজশাহী, সিলেট।
রাজবংশী --- ময়মংসিংহ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, গাজীপুর, টাঙ্গাইল, খুলনা, যশোর, ফরিদপুর।
পাত্র --- সিলেট।
মুরিয়ার --- রাজশাহী, দিনাজপুর।
তুরী --- রাজশাহী, দিনাজপুর, সিরাজগঞ্জ।
মাহালী --- রাজশাহী, দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জ।
মালো --- রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, বগুড়া, চাপাইনবাবগঞ্জ, রংপুর, পঞ্চগড়, নাটোর, ঠাকুরগাঁও, পাবনা, জয়পুরহাট।
ক্ষত্রিয় বর্মন --- রাজশাহী, দিনাজপুর, গাজীপুর, টাঙ্গাইল, ময়মংসিংহ।
গন্ড --- রাজশাহী, দিনাজপুর, সিলেট।
কাছাড়ী --- সিলেট।
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৪
মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ হেমায়েতপুরী।
২| ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৭
শরৎ চৌধুরী বলেছেন: আদিবাসী বলা মনে দরকার। উপজাতি এজ এ টার্ম অনেক আগেই প্রশ্নের সম্মুক্ষীণ।
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৪
মুবাশ্বির বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ।
শিরোনাম পরিবর্তন করা হয়েছে।
৩| ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৭
সোনারবাংলা বলেছেন: আর আমরা সারা দেশেই আছি । খুব ভাল পোষ্ট।
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৬
মুবাশ্বির বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ সোনারবাংলা।
৪| ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৫
সুদিপ্ত বলেছেন: আপনার লেখাটি ভালো। কিন্তু "উপজাতি" এই শব্দটি তে আমার একটু আপত্তি আছে। সাধারণত "উপ" যে কোন কিছুর চেয়ে ছোট কিছুকে বোঝায়। যেমন, উপজেলা, উপকুল, উপসাগর। উপজাতি বলতে মনে হয়, কোন বৃহত জাতি থেকে কোন ছোট কিছূ। এই ছোট পরিমানগত বা গুনগত? তারা কি জাতিগত ভাবে কোন বৃহত জাতির থেকে ছোট?
আসুন আমরা এই শব্দটি থেকে বের হবার চেষ্টা করি। বরং তাদের কে "পাহাড়ী" "আদিবাসী" এই ধরনের শব্দ ব্যবহার করি। যাতে করে এই ধরনের রাজনৈতিক প্রত্যয় দিয়ে কোন জাতি গোষ্ঠীকে ছোট করার পুরানো অবস্থান থেকে আমরা বের হয়ে আসতে পারি। ধন্যবাদ তথ্যপূর্ণ্ লেখার জন্য।
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৯
মুবাশ্বির বলেছেন: পরামর্শের জন্য আপনাকেও ধন্যবাদ এবং স্বাগতম।
৫| ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০১
হুনার মন্দ বলেছেন: সুদীপ্ত'র সাথে সহমত। উপজাতি বলে এক-একটি জাতিকে অপমান করা হয়। পাহাড়ী' বলাটাই অনেক বেশি নিরাপদ। তাত্ত্বিকভাবেও এটা ভুল। কোন জাতির "উপ" হয় না। চাকমা, মারমা ইত্যাদি জাতিসত্তাগুলো এক-একটা জাতি। ফলে কোন জাতিকে হেয় প্রতিপন্ন করা উচিত নয়। তথ্যবহুল পোষ্ট। ধন্যবাদ।
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১১
মুবাশ্বির বলেছেন: আসলে কাউকে খাট করার জন্য শিরোনামে "উপজাতি" শব্দটি ব্যবহার করা হয়নি। বই-পুস্তকে সাধারণত এই শব্দটি থাকে। তাই এ নিয়ে বেশি চিন্তাও করা হ্য়নি।
পরামর্শের জন্য ধন্যবাদ।
পোষ্টটি পড়ার জন্য আবারও ধন্যবাদ।
"শিরোনাম সংশোধন করা হল"
৬| ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৫
পাহাড়ের কান্না বলেছেন: ছুডু কালে পড়ছিলাম। ভুইল্লা গেছি। মনে করায়া দিলেন তাই ধন্যবাদ।
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৭
মুবাশ্বির বলেছেন: পোষ্টটি পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
মাঝে মাঝে চোখ বুলাইয়েন। ঠোটস্থ হয়ে যাবে।
৭| ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৫
হুনার মন্দ বলেছেন: বস...সংশোধনের জন্য ধন্যবাদ। আরেকটা বিষয়: আদিবাসী শব্দের চাইতেও "জাতি" কিংবা "এথনিক গ্রুপ" বা "জাতিসত্তা" শব্দগুলো তুলনামূলক আরো কম বিতর্কের জন্ম দেয়।
ধন্যবাদ।
৮| ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৮
ডিজিটাল কলম বলেছেন: সুন্দর পোষ্ট............++++++++
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৩
মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ ডিজিটাল কলম।
তারপর আপনার কী খবর?সেফ হয়েছেন?
৯| ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:০৫
অবয়ব বলেছেন: ভাল পোস্ট। এখানে অনেক উপজাতির নাম আগে কখনো শুনি নি।
১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০১
মুবাশ্বির বলেছেন: আপনার ভাল লেগেছে শুনে আমারও ভাল লাগলো।
পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
১০| ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১২
হাসান মাহবুব বলেছেন: aoneker Upkare lagbe. valo post.
১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০২
মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।
১১| ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
ইউনুস খান বলেছেন: প্লাস & প্রিয়তে।
১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৪
মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ ইউনুস ভাই।
১২| ১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৬
সৌম্য বলেছেন: দারুন পোস্ট। কাজে লাগবে। অনেক নতুন ট্রাইবের কথা জানলাম। কাছাড়ী গন্ড মাহালী তুরী মুরিয়ার পাত্র বাগিদ মিকির রাই পালিয়া হোদি/হদি মুসহার রাজুয়াড় পাহান বানাই লাউয়া
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১১
মুবাশ্বির বলেছেন: আপনাকেও স্বাগতম।
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪০
মোহাম্মাদ আলী বলেছেন: ধন্যবাদ। ভাল পোস্ট। এখানে অনেক উপজাতির নাম আগে কখনো শুনি নি।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪২
হেমায়েতপুরী বলেছেন: ভাল পোস্ট