নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

উচ্ছ্বল আকাঙ্ক্ষা

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৩১



এ এক আঁধার রাত, তাই দূর হতে চেয়ে থাকে ঐ চাঁদ,
আমি চাঁদনী খুঁজি হতাশার মোটা চাঁদরে জড়িয়ে থেকে,
এখানে কোন জ্যোছনা নেই, নেই আশার প্রদীপ কোন,
এখানে মুক্তি নেই আঁধারের এই ঘন কালো প্রলেপ থেকে;
চাঁদ এসে তাই খুব হাসে কালো চাদরে জড়িয়ে নিজেকে।
এখানে ক্ষীণ আলোটাও নেই, নেই কোন সম্ভাবনার লেশ,
এখানে আমার যা আছে সবটা আমার মাঝেই বন্দী থাকে,
আমি পাই না খুঁজে এমন কোন উপায়- একটু স্বস্তি দেবে,
পথ হারানো তো দূরে, পথের সন্ধানই নেই আজ এখানে।
তবুও আমি অপেক্ষায় আছি- কোন এক সম্ভাবণার খোঁজে,
আছি বসে আঁধার রাতের শেষে ঊষার আলো আসবে বলে,
না আছে স্মিত হাসি, না আছে স্নিগ্ধ চাহনি আর উজ্জ্বলতা,
আছে প্রচণ্ড আশা, আছে নিয়ত উচ্ছ্বল স্বপ্ন- বেঁচে থাকার।



#অভি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: পড়লাম। ভালো লাগলো।
তবে আমি বলল কবিতায় যেন 'ধার' থাকে। 'তেজ' থাকে।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮

মুচি বলেছেন: ধন্যবাদ ভাই। চেষ্টা থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.