নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

বৈপরীত্য

০৮ ই মে, ২০১৮ রাত ১২:৪৬




-চলো ভালোবাসি।
-ভালোবাসবে? তারপর কি?
-তারপর দু'জন মিলে হারিয়ে যাব দূরে।
-দূরে হারাবে? কোথায় হারাবে বলো?
-অনেক দূরে, যেখানে পাহাড়, নদী ও জঙ্গল মিলেমিশে একাকার।
-সেখানে কি আছে শুনি?
-সেখানে দিগন্তজোড়া শ্যামল-সবুজে রাজ্যের নিরবতা।
-নিরবতা ! কিন্তু আমার তো নির্জনতা ভাল লাগে না ......
-কি বলছ !
-হুম, আমার কোলাহল খুব ভাল লাগে।
-আর কি ভাল লাগে তোমার?
-এ শহরের সবকিছু ভাল লাগে। শপিং-সেলফি-ডাইন ইন আর বন্ধুদের সাথে ধুন্ধুমার আড্ডা।
-তবে পাহাড়ে যাবে না?
-বাহ রে ! আমার বন্ধুদের পাব কোথায় সেখানে?
-ওহ তাই?
-হ্যাঁ, এসব ছেড়ে আমি পাহাড়ে যেয়ে কি করে থাকি বলো?
-ওহ, আচ্ছা......... তবে আমাদের কি হবে?
-কি হবে মানে?
-মানে আমাদের ভালোবাসার।
-তুমিও থেকে যাও এ শহরে যেমন আছ।
-মানুষের কোলাহলে পাখির কলতান কোথায় পাব আমি বলো?
-তাহলে থাক, আমাদের আর ভালবেসে কাজ নেই।
-হ্যাঁ, সেটাই বরং ভাল।


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৮ রাত ১২:৫০

শামচুল হক বলেছেন: চমৎকার ডায়লগ। ধন্যবাদ

০৮ ই মে, ২০১৮ রাত ১২:৫২

মুচি বলেছেন: পাঠপূর্বক মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

২| ০৮ ই মে, ২০১৮ সকাল ৮:৪০

মৌরি হক দোলা বলেছেন: -তাহলে থাক, আমাদের আর ভালোবেসে কাজ নেই।
-হ্যাঁ, সেটাই বরং ভালো।


দারুণ লেখনী!

০৮ ই মে, ২০১৮ দুপুর ১২:২১

মুচি বলেছেন: ধন্যবাদ আপু।

৩| ০৮ ই মে, ২০১৮ সকাল ৯:০৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: একতরফা ভালোবাসা হয় না সেটাই বোঝানো হয়েছে।

০৮ ই মে, ২০১৮ দুপুর ১২:২২

মুচি বলেছেন: তা-ই তো, নয় কি?
ধন্যবাদ।

৪| ০৮ ই মে, ২০১৮ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কথোপকথন।

০৮ ই মে, ২০১৮ দুপুর ১২:২৩

মুচি বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ০৮ ই মে, ২০১৮ দুপুর ১:০৬

নবজলে ভিজামন বলেছেন: পাহাড়, নদী, জল আর ভালভাসায়
অনন্য সাধারণ এক লেখা ।

ভালো লাগলো .....

০৮ ই মে, ২০১৮ দুপুর ১:২৯

মুচি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.