নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

ফিফা বিশ্বকাপ ২০১৮ তে আপনি কাকে সমর্থন করছেন?

১৫ ই জুন, ২০১৮ রাত ১২:২৮



আবার চার বছর পর শুরু হয়ে গেলো ফুটবল বিশ্বকাপ। ২০১৪ তে ব্রাজিল থেকে কাপ নিয়ে এল জার্মানি। ২০১৮ তে রাশিয়া থেকে কাপ নিবে কে?- তার জন্য আর একমাস অপেক্ষা করতে হবে পুরো বিশ্বকে। ৩২ দলের এ ট্যুর্নামেন্টে বাংলাদেশ নেই বলে স্বভাবতই আমরা বাঙালিরাও উৎসব থেকে বঞ্চিত হতে চাই না। তাই ৩২ টি দল থেকে কোন একটিকে বেঁছে নেই। কেউ কেউ একাধিক দলকে সমর্থন করেন।

আমাদের দেশের সমর্থক বলতে মূলত দু'ভাগে বিভক্ত- ব্রাজিল ও আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির সমর্থকও উল্লেখযোগ্য। কিন্তু বাকিরা সংখ্যা লঘিষ্ঠ সমর্থক গোষ্ঠী। সু্প্রাচীন কাল থেকেই ব্রাজিলের পেলে-গারিঞ্চার পর সক্রেটিস-জিকোদের খেলা দেখেছে আমাদের বাবা-চাচার. এরপর এলো রোমারিও-রোনাল্দো-রোনালদিনহো। এদের শৈল্পিক খেলা দেখে দেশের লোকজন সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সমর্থন করেছেন। মাঝে ম্যারাডোনার উত্থানে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন বেড়েছে। চারবারের চ্যাম্পিয়ন ইতালি ও জার্মানির একটা বিশাল সমর্থক গোষ্ঠী দেশে বিদ্যমান। মাঝে ফ্রান্স ও স্পেন বিশ্বকাপ জিতে এদেশে কিছু সমর্থক জুটিয়ে নিয়েছে। ইদানিং মেসির কল্যানে আর্জেন্টিনার সমর্থন এদেশে তুঙ্গে। ক্রিস্টিয়ানো রোনাল্দোর কারণে বেশ কিছু পর্তুগাল সমর্থকও দেখা যায়। এছাড়া ফাঁকে ফাঁকে অন্যান্য দেশের সমর্থকও খুঁজে পাওয়া যায়।

আমার শিশুকালে ১৯৯৪ এর চ্যাম্পিয়ন দল ছিল ব্রাজিল। তখন কিছু বুঝতাম না। কিন্তু ১৯৯৮ এ যখন খানিকটা বুঝতে শিখি তখন বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিলের প্রতি সবারই একটা টান ছিল। তাছাড়া বাসায় প্রায় শতভাগ ব্রাজিলের সমর্থক। আমার মনে পড়ে ১৯৯৮ এর বিশ্বকাপে আমার ছোটমামা আমাকে দু'টি পোস্টার দিয়েছিল। সে দু'টো আমি দেয়ালে সেঁটেওছিলাম। পোস্টার দু'টো ছিল টেকো মাথার এক দীর্ঘদেহি ফুটবলারের। ফলে তার প্রতি একটা আলাদা পছন্দ জমেছিল শুরুতেই। আর খেলা শুরু হওয়ার পর দেখি সে লোকটিই দূর্দান্ত গোলের পর গোল করে যাচ্ছে, তখন স্বভাবতই আমি তার দলের সমর্থক হয়ে উঠলাম। সে ছিল সর্বকালের সেরা স্ট্রাইকার রোনাল্দো। ফাইনালে তার অসুস্থতায় ব্রাজিল সেবার হেরে গেল যথেষ্ট কষ্ট পেলেও সমর্থন আর বদলাই নি।

২০০২ এর বিশ্বকাপ ছিলাম মোটামুটি বুঝদার দর্শক। রোনাল্দো-রিভালদো-রোনালদিনহো ত্রয়ী আগেরবারের হতাশা পূরণ করে দিল। কি চমৎকার ফুটবল দেখলাম, যেন মায়াঞ্জন এঁকে দিল। এরপর থেকেই আমি ব্রাজিলের অন্ধ সমর্থক। গতবারের সেভেন-আপ ট্র্যাজেডির পর এবারের টিম নিয়ে অন্য ব্রাজিল সমর্থকদের মত আমিও যথেষ্ট আশাবাদী। ভাগ্য সহায় থাকলে আশা করি রাশিয়ায় বিজয়ী দল হিসেবে ব্রাজিলের ঘরেই কাপ যাবে। অন্যথায় অন্য যে কেউ জিতবে।



আমার দেখা বিশ্বকাপের সেরা মূহুর্ত ২০০২। ২০১৮ তে কাপ পেলেও আমার কাছে ২০০২ ই সেরা থাকবে। প্রথম সবকিছুই আলাদা।

যে কারোরই যে কোন দলকে সমর্থন করার অধিকার আছে। চাইলে কেউ কেউ একাধিক দলকেও সমর্থন দিতে পারেন। তাতে অনেকটা রিস্ক কমে যাবে। যেহেতু আমাদের বাংলাদেশের ফুটবল বিশ্বকাপে খেলার সম্ভাবনা এ জীবনে দেখে যেতে পারবো বলে মনে হয় না। |-) তাই অন্য দেশ নিয়েই না হয় মাতামাতি করি।

তবে সমর্থন করি ভালো কথা। এ নিয়ে মজাও করি, কিন্তু সেটা যেন মাত্রাতিরিক্ত না হয়ে যায়। সবাই শান্তিতে উপভোগ করি।

আজ স্বাগতিক রাশিয়া আর সৌদি আরবের মধ্যে খেলা হয়ে গেল, যাতে রাশিয়া ৫-০ গোলের বড় ব্যবধানে জিতেও গেল। তো এবারের ফিফা বিশ্বকাপে আপনি কোন দলকে সমর্থন দিচ্ছেন?

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:


কাউকে না

১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৩৫

মুচি বলেছেন: আপনি মশাই খুবই উচ্চমার্গে পৌঁছে গেছেন। অযথা বিষয়ে মাতামাতি থেকে বিরত থাকা অবশ্যই অনেক বড় গুন। আপনাকে অভিনন্দন। :#)

২| ১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৪৫

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: চেতনায় ব্রাজিল, সমর্থনে জার্মানি।

১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৪৮

মুচি বলেছেন: আপনি দেখি ভাই সেইফ সাইডে আছেন। ভালো, ভালো, কয়দিন পর আর্জেন্টিনা ভালো অবস্থানে গেলে, তাদেরও জড়িয়ে নিয়েন। B-) B-))

৩| ১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ব্রাজিল, জার্মানি ,মিশর, ফ্রান্স। ব্রাজিল ।

১৫ ই জুন, ২০১৮ রাত ২:১০

মুচি বলেছেন: বাহ বাহ ! কি ভাই বাকি কয়েকটি দেশও বাদ না দিলে ১০০% সম্ভাবণা থাকত। তারপরও শুভকামনা।

৪| ১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৫৩

হাসান রাজু বলেছেন: আমি ম্যারডোনায় বুদ ছিলাম এখন মেসি জ্বরে ভুগছি। ৩২ বছরের আর্তনাদ ৬৪ পর্যন্ত চালিয়ে যেতে প্রস্তুত। তারপর একদিন তো মরেই যাব।

১৫ ই জুন, ২০১৮ রাত ২:১১

মুচি বলেছেন: অপেক্ষা দীর্ঘতর হলে তার ফলটিও মধুর হয়। চালিয়ে যান। শুভকামনা।

দোয়া করি শত বছর বেঁচে থাকুন।

৫| ১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর্জেন্টিনা। হারি জিতি নাহি লাজ...

১৫ ই জুন, ২০১৮ রাত ২:১২

মুচি বলেছেন: আর্জেন্টিনার আর না জিতলেও কোন সমস্যা নাই। আপনাদের মত দল অন্তপ্রাণ সমর্থকরাই আর্জেন্টিনার বড় প্রাপ্তি। শুভকামনা।

৬| ১৫ ই জুন, ২০১৮ রাত ২:৪১

কিশোর মাইনু বলেছেন: অনলি ব্রাজিল ইজ রিয়েল।
আমার ফেবারিট খেলোয়াড় অবশ্য রোনালদিনহো আর কাকা।
রোনালদিনহোর জন্য বার্সা সাপোর্ট করতাম।
এখনও করি।
ব্রাজিল-বার্সেলোনা-রোনালদিনহো।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৬

মুচি বলেছেন: আশা করি নেইমার-কৌতিনহো-জেসুসরা এবার সমর্থকদের কাপ উপহার দিতে পারবে।

৭| ১৫ ই জুন, ২০১৮ রাত ৩:০৬

এলিয়ানা সিম্পসন বলেছেন: কাউকে না।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৭

মুচি বলেছেন: আপনি বেশ বেশ।

৮| ১৫ ই জুন, ২০১৮ সকাল ৯:১৪

কাইকর বলেছেন: চিলি সাপোর্ট করতাম। চিলি না থাকায় প্রিয় খেলোয়ার মেসির দলকে সাপোর্ট করছি।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৭

মুচি বলেছেন: চিলির জন্য পরেরবারের জন্য শুভকামনা।

৯| ১৫ ই জুন, ২০১৮ সকাল ১০:০৯

এলিয়ানা সিম্পসন বলেছেন: চিলি না, চিলে। চিলি মানে মরিচ।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৭

মুচি বলেছেন: হা হা হা.... ঐ একই। বাংলায় চিলিই।

১০| ১৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩১

তারেক_মাহমুদ বলেছেন: ব্রাজিলের জন্য শুভকামনা ও ভালবাসা।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৮

মুচি বলেছেন: আশা করি ২০০২ এর পর আবার সবাই উৎসব করবে।

১১| ১৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৫

সৈয়দ তাজুল বলেছেন: ১৫ জুলাই জানাই, একটু অপেক্ষা করেন! ;)

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৯

মুচি বলেছেন: আপনি তো মশাই সে-ই সুবিধাবাদী !!! শুভকামনা। ১৫ জুলাই এসে জানাবেন আপনার সমর্থিত দলটির নাম। ;)

১২| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: খেলা দেখলাম।
সৌদি যে হারবে তা আমি নিশ্চিত ছিলাম।

১৬ ই জুন, ২০১৮ সকাল ৯:১৭

মুচি বলেছেন: তাই বলে এতগুলো গোল খেয়ে যাবে এটা ভাবি নি। আশা করি সব ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হবে।

১৩| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্রাজিল ও ব্রাজিল না থাকলে জার্মানি।

১৬ ই জুন, ২০১৮ সকাল ৯:১৮

মুচি বলেছেন: আরেহ ভাই, ব্রাজিল থাকবে না এটা কোন কথা হলো !!!
আর ব্রাজিল না থাকলে আবার জার্মানিও যে থাকবেই এমন তো কোন কথা নেই।

১৪| ১৬ ই জুন, ২০১৮ রাত ১২:০৭

সৈয়দ তাজুল বলেছেন:

সুবিধাবাদীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানবেন প্রিয় অসুবিধাবাদী ;)

১৬ ই জুন, ২০১৮ সকাল ৯:১৯

মুচি বলেছেন: ব্রাজিল সমর্থকদের পক্ষ থেকে আপনাকেও ঈদ মোবারক।

১৫| ১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৪

সৈয়দ তাজুল বলেছেন: ব্রাজিলীয়ান সমর্থকদের কাছ থেকে পাইলুম, বাকিদের থেকে কিভাবে মিলবে?

১৭ ই জুন, ২০১৮ রাত ১২:১৩

মুচি বলেছেন: বাকিরা মনে হয় দুঃচিন্তায় ভুলে গিয়েছে। না হলে অবশ্যই তাদের পক্ষ থেকেও ঈদের শুভেচ্ছা পেয়ে যেতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.