নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

রূপালী চাঁদের আলোয়

২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭



রূপালী চাঁদের আলোয় দেখছি তোমায়-
মায়া ও মোহ মিশ্রিত এক লোভাতুর দৃষ্টি দিয়ে।
নিবিষ্ট হৃদয়জুড়ে অদ্ভূৎ কিছু আকর্ষণ জেগে ওঠে,
ইচ্ছে হয়- নিংড়ে নেই সবটুকু যা আছে তোমার,
আমার মাঝে পিষে ফেলি তোমার পল্লবিত যৌবন,
নিজেকে সঁপে দেই আদিম উদ্দামতায় তোমার মাঝে,
বাঁধন হারা পুরুষ আমি বাঁধা পড়ি মায়ার জালে তোমার।

রূপালী চাঁদের আলো আঁছড়ে পড়ে তোমার চেহারায়,
সফেদ পদ্মের ন্যায় উজ্জ্বল কিরণ চমকায় সেখানে,
আমার লোভী চোখ চকচক করে, প্রশ্বাস ভারি হয়ে আসে।
একটা খেঁজুর গাছের পাশে, কিছু শীতের কুয়াশার আড়ালে
হয়তো বোঝ না তুমি, কি লোভ আমার মনে খেলে।
আকাশের চাঁদ না দেখে আমি নির্বিকার তোমায় দেখি,
সীমাহীন উচ্ছ্বাস এসে গ্রাস করে নেয় আমার সম্পূর্ণ হৃদয়।

রূপালী চাঁদের আলোয় হাতছোঁয়া দূরত্বে বসে আমরা,
শরীরকে স্পর্শ না করে এ দু'টো মন বিলীন হয়ে যায়
পরস্পরের আবেগ জড়িয়ে, বাস্তবতা বিদীর্ন করে দিয়ে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মুচি বলেছেন: ভালো লাগা জানাবার জন্য ধন্যবাদ।

২| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভালো লাগলো কবিতা


প্লাস+++

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

মুচি বলেছেন: মন্তব্যে ভালো লাগা জেনে কৃতজ্ঞ।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

মুচি বলেছেন: সহজ সরল ধন্যবাদ জানবেন।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

ক্ষুদ্রমানব বলেছেন: প্লাস +

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

মুচি বলেছেন: ধন্যবাদ ++ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.