নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

কচ্ছপ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৯




নিয়ত এক উদাসীন সময় স্রোতে ভেসে চলেছি আমি,
ভেবেছি- আশার ভেলায় চরে পেরুবো সকল বাঁধা,
তবে সাধ্যাতীত স্বপ্নের জালে শুধু আটকে যাই বারবার;
তাই থেকে যাই আমি সেখানেই যেখানে ছিলাম এতকাল।
এদিকে পৃথিবী বদলে যায়, বদলায় তার সব জীবন,
শুধু আমি যা, তা-ই হয়ে থাকি, এক শংকিত কচ্ছপ যেন,
সুপারফাস্ট বিশ্বে ধীর পায়ে গা বাঁচিয়ে চলি সকল কিছুর থেকে,
সমূহ বিপদ দেখে ভয় ও আতংকে খোলসে লুকাই মাথা,
বড় স্বাচ্ছন্দে কাঁটিয়ে দেই বড় ধীর- অতি দীর্ঘ জীবন এক,
আমি হয়ে উঠি সর্বদর্শী এক প্রাগৈতাহাসিক প্রাণী।

#কচ্ছপ

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪০

ক্রিস্টিনা জোসেফ জাসিতা বলেছেন: ভালো লেখেছেন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০৬

মুচি বলেছেন: কৃতজ্ঞতা আপনার মন্তব্যের জন্য।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
এই প্রানীকে দেখলেই বুঝা যায় এটা অলস। মারাত্মক অলস।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০৬

মুচি বলেছেন: আমিও অলস, আমিও কচ্ছপ। ধন্যবাদ। :)

৩| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:৫০

দৃষ্টিসীমানা বলেছেন: এদিকে পৃথিবী বদলে যায় বদলে যায় তার সব জীবন ,
শুধু আমি যা তাই হয়ে থাকি এক শঙ্কিত কচ্ছব যেন ।
চমৎকার কবিতা , ভাল লাগল অনেক ।

০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ১২:৩৭

মুচি বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিনের পরে সামুতে।
শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.