![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,المسلم اخو المسلم لا يظلمه و لا يسلمه و من كان في حاجة اخيه كان الله في حاجته و من فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة و من ستر مسلما ستره الله يوم القيامة
মুসলমান মুসলমানের ভাই, সে তার প্রতি জুলুম করেনা। তার থেকে সাহায্যের হাত গুটিয়ে নেয়না। যেব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। যেব্যক্তি কোন মুসলমানের একটি পেরেশানি দূর করে, আল্লাহ কেয়ামতের দিন তার একটি পেরেশানি দূর করবেন। আর যেব্যক্তি কোন মুসলমানের দোষ-ত্রুটি গোপন করে, অল্লাহ কেয়ামতের দিন তার দোষ-ত্রুটি গোপন করবেন।–সহীহ বুখারী, হাদীস;২৪৪২,সহীহ মুসলিম, হাদীস:২৫৮০
©somewhere in net ltd.