নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শালীন ভাষায় সাহসী উচ্চারণ

মুফতি মুহাম্মাদ শোয়াইব

সম্পাদক, মাসিক আরবি ম্যাগাজিন ‘আলহেরা’

মুফতি মুহাম্মাদ শোয়াইব › বিস্তারিত পোস্টঃ

মহিউদ্দিন ভাইকে একটু সান্ত্বনা

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩১

মৃত্যুর নির্ধারিত সময়ে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদ করতে হবে। তবে আল্লাহর প্রিয় বান্দা ও বান্দী যারা, আল্লাহর পক্ষ হতে তারা লাভ করেন সুন্দর ও ‘সুস্বাদু’ মৃত্যু। আমার একান্ত ঘনিষ্ঠ মহিউদ্দিন ভাইয়ের আব্বার মৃত্যু ছিল তেমনি একটি মৃত্যু, যা হতে পারে প্রতিটি মুমিনের আকাঙ্খা! একদম সুস্থ মানুষ। কয়েকদিন আগেও আমি মহিউদ্দিন ভাইয়ের সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছিলাম। তার আব্বা আমাকে গেইট খুলে দিয়ে হাসিমুখে আমাকে অর্ভ্যথণা জানালেন। সেই হাসির ঘ্রাণ এখনও আমি পাচ্ছি। এই পরিবারটির সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের হলেও ঘনিষ্ঠতা খুব কম সময়ের। ঘনিষ্ঠতার পেছনেও রয়েছে মহিউদ্দিন ভাইয়ের প্রতি ভালোবাসা। মহিউদ্দিন ভাই অনেক বড় ব্যক্তি। তবে তার ভেতরে ছোটদেরকে বরণ করে নেয়ার এক বিরল যোগ্যতা আল্লাহ তায়ালা দান করেছেন। আমাদের মতো ঠুনকো ব্যক্তিদেরকে তিনি যেভাবে গুরুত্ব দিচ্ছেন তাতে আমি মাঝে মধ্যে বিস্মিত হই। একদিন মাদরাসা থেকে বাসায় ফিরছি, রাস্তায় মহিউদ্দিন ভাইয়ের ফোন। সেই মদিনা শরিফ থেকে। মহিউদ্দিন ভাইয়ের প্রথম কথাটি ছিল এরকম ‘শোয়াইব ভাই! আপনার কন্ঠটা শুনার জন্য ফোন দিলাম’। সে দিন মহিউদ্দিন ভাইয়ের ফোন পেয়ে আমি আনন্দে আপ্লুত হয়ে গেলাম। তিনি প্রায়ই আমাকে ফোন করেন। ছোট কোনো ব্যাপারেও তিনি আমাকে প্রায় মনে করেন। আমাদের মাসিক আলহেরা পত্রিকা নিয়মিত বের হওয়ার পেছনে তার অনেক অবদান আছে। তিনি নিয়মিত আলহেরায় লেখেন। পরামর্শ দেন। কোনো ভুল হলে ধরিয়ে দেন। যখনই কথা হয়, পত্রিকার ব্যাপারে কথা হয়।
সেদিন প্রথম যখন তার আব্বার মৃত্যুর সংবাদ শুনলাম, আমি কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেলাম। আমার ভীষণ কান্ন পেল। ভিতর থেকে কান্নার ঢেউগুলো চোখের তীরে এসে আছড়ে পড়ল। আগে বুঝিনি আমার শক্ত মনেও এত কান্না আছে! আমার শুকনো চোখেও এত অশ্রু আছে!!
আমার খালুর কাছে শুনেছি, জীবিত অবস্থায় তার মুখমন্ডল যেমন আলোকশুভ্র ও নূরানিয়াতপূর্ণ ছিল, মৃত্যুর পর তা যেনো আরও বৃদ্ধি পেল। যে দেখল সেই আনন্দিত হল ও ‘নেকফাল’ গ্রহণ করল। আজ আমি মহিউদ্দিন ভাইকে কী সান্ত্বনা দেব!!! আমারও তো প্রয়োজন একটু স্নিগ্ধ সান্ত্বনার। যে কোনো শোকার্ত হৃদয় সান্ত্বনা ও সহানুভূতির জন্য কাতর হয়। তবে এই কঠিন মুহূর্তে আমরা সবাই সান্ত্বনা পেতে পারি কোনো মানুষের কাছ থেকে নয়; বরং আল্লাহর কাছ থেকে, পবিত্র কোরআনের মাধ্যমে, ‘আর খোশখবর দাও সবরকারীদের, যারা মসিবতগ্রস্ত অবস্থায় বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ! তুমি মহিউদ্দিন ভাইয়ের আব্বাকে বেলা হিসাব জান্নাত নসীব কর এবং যারা তার মাগফিরাতের জন্য দোয়া করবে তাদেরও উত্তম বিনিময় দান কর। আমীন।
মুহাম্মাদ শোয়াইব

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.