নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শালীন ভাষায় সাহসী উচ্চারণ

মুফতি মুহাম্মাদ শোয়াইব

সম্পাদক, মাসিক আরবি ম্যাগাজিন ‘আলহেরা’

মুফতি মুহাম্মাদ শোয়াইব › বিস্তারিত পোস্টঃ

রায়ের কপিতে সই করেননি বিচারপতিরা

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৯



মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করার আদেশে এখনও সই করেননি বিচারপতিরা, মঙ্গলবার সই করবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম। সোমবার সন্ধ্যায় তিনি একথা জানান।

সোমবার কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফাঁসি কার্যকরে আইনি আর কোনো বাধা নেই। প্রথা অনুযায়ী আত্মীয়স্বজনদের বিদায়ী সাক্ষাতের পর্বও শেষ হয়েছে। এখন বাকি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন।

দোষ স্বীকার করে যদি তিনি সেটা না করেন সেক্ষেত্রে সরকার যে কোনো মুহূর্তে দণ্ড কার্যকর করতে পারেন। আর আবেদন করলে রাষ্ট্রপতির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। তবে এখন পর্যন্ত রিভিউ আবেদন খারিজের আদেশে বিচারপতিরা সই করেননি। তাই আদেশটিও কারাগারে পৌঁছায়নি। কাল মঙ্গলবার রায়ের কপি কারাগারে পৌঁছানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মৃত্যু পরোয়ানা জারির পর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে আছেন যুদ্ধাপরাধী কামারুজ্জামান। আইনি লড়াইয়ের শেষ ধাপেও হেরে গেছেন এ যুদ্ধাপরাধী। এখন কেবল তিনি সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে দণ্ড মাফ করে দেওয়ার আবেদন করতে পারেন। এ ধরনের আবেদন অবশ্য তার আগে একই অপরাধে ফাঁসি হওয়া কাদের মোল্লা করেননি। কারণ দোষ স্বীকার করলে মানবতাবিরোধী অপরাধের অন্যসব মামলায় জামায়াত নেতাদের অপরাধের বিষয়টি প্রতিষ্ঠিত হয়ে যাবে।

আর অপরাধ স্বীকার করলেও রাষ্ট্রপতি সেই আবেদন নাকচ করে দিলে সরকার যে কোনো সময় ফাঁসি কার্যকর করতে পারেন। তার আগে রায়ের কপি কারাগারে যেতে হবে। এরপর কারা কর্তৃপক্ষ আসামিকে রায় পড়ে শোনাবে। এ প্রক্রিয়াটি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তবে ক্ষমার আবেদন করলে সেটি কারা কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাস্ট্র মন্ত্রাণালয়, আইন মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির সিদ্ধান্ত আবার সেভাবেই কারা দপ্তের ফিরে আসবে।

তবে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি কার্যকর করতে জেল কোডের বিধান প্রযোজ্য হয় না বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ।

এদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাটানো হয়েছে সামিয়ানা প্রস্তুত করা হয়েছে জল্লাদের একটি গ্রুপকে। পাশাপাশি কারাগারের আশেপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে। এর মধ্যে বিকেলে কামারুজ্জামানের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.