নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শালীন ভাষায় সাহসী উচ্চারণ

মুফতি মুহাম্মাদ শোয়াইব

সম্পাদক, মাসিক আরবি ম্যাগাজিন ‘আলহেরা’

মুফতি মুহাম্মাদ শোয়াইব › বিস্তারিত পোস্টঃ

অবৈধ পথে বাংলাদেশ থেকে পার্শবর্তী রাষ্ট্র মালেশিয়া ও থাইলেন্ডে যাওয়া

০৫ ই মে, ২০১৫ সকাল ৯:০৩

অবৈধ পথে বাংলাদেশ থেকে পার্শবর্তী রাষ্ট্র মালেশিয়া ও থাইলেন্ডে যাওয়ার পথে কয়েক দিন পরপরই দুর্ঘটনার শিকার হয়ে মারা যাচ্ছে মানুষ। তারপরও তাদের এই ঝুকিঁপূর্ণ যাত্রা বন্ধ করা যাচ্ছে না। এর কারণ কী? আসলে যারা নিজের জানের ঝুকিঁ নিয়ে বিদেশ যাওয়ার জন্য অবৈধ পথ অবলম্বন করে, তারা মূলত শখের বশে বিদেশ যায় না। বউ বাচ্চা, বাবা-মা ও ভাই-বোনের জীবন রক্ষার জন্য নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দেয়। বেকারত্বের জীবনে অতিষ্ট হয়ে কাজের সন্ধানে তারা বিদেশ যাওয়ার নিয়ত করেও যখন কোনো মাধ্যম পায় না, তখন অবৈধ রাস্তা ধরে। তাছাড়া এক শ্রেণীর দালাল চক্র অল্প টাকায় বিদেশ পৌছে দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এসব দালাল চক্রের মিষ্টি কথায় বিশ্বাস করে আমাদের দেশের সরলমনা মানুষ নিজের জীবনকে ঝুকিঁর মুখে ফেলে দিচ্ছে। সুতরাং এই সমস্যা সমাধানের জন্য একদিকে যেমন সরকারী উদ্যোগে দেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, অন্য দিকে দালাল চক্রকে নির্মূল করার জন্য শক্তিশালী অভিযান পরিচালনা করতে হবে। আমাদের দেশের গরিব মানুষ বিদেশ গিয়ে এমন নির্মমভাবে নিহত হোক – এটা অত্যন্ত বেদনাদায়ক। এই অবস্থা বেশি দিন স্থায়ী হতে দেয়া যায় না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৫ সকাল ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


খালেদা ফালুরা, আব্বাস, শেখ সেলিমরা টাকা নিয়ে গেছে বিদেশে, দেশে বিনিয়োগ হচ্ছে না; তাই মৃত্যু আছে জানেও মানুষ সাগর পাড়ি দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.