![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোকিত বাংলাদেশের একজন লেখক হাসান শরিফ। তার লেখা আমি প্রায়ই পড়ি। ইশার নামাজ পড়ে তার লেখাটা পড়ছিলাম। নির্বাচন সম্পর্কে খুব ভালো একটা লেখা দিয়েছেন। লিখেছেন, তার এক বন্ধু-কন্যা এবারই সর্বপ্রথম ভোট দিয়েছে। প্রথম ভোট দেয়ার আনন্দে খুব ভোরেই ভোট কেন্দ্রে গিয়ে হাজির। নির্বিগ্নে ভোট প্রদান করেছে। কেউ তাকে বাধা দেয়নি। তবে অফিসাররা তাকে আসার সময় বলল, আপা! দুপুরের পর এসে আরও ভোট দিয়ে যাবেন। পরবর্তীতে ভোট দেয়ার সুযোগ হিসেবে তার আঙ্গুলে কালো কালিও লাগায়নি। শুনেছি জাল ভোট যাতে দিতে না পারে সেজন্য হাতে কালো কালি লাগিয়ে দেয়। যা দই-তিন দিন হাতেই থাকে। মুছো যায় না। কিন্তু সে কালি লাগানো হয়নি মেয়েটির হাতে। এই অভিজ্ঞতা এই একটি মেয়ের একার নয়; আরও অনেক ভোটার এরকম তিক্ত অভিজ্ঞতা হাসিল করেছে বলেও অনেক জাতীয় দৈনিকে রিপোর্ট এসেছে। আসলে সারা দেশের মানুষের জন্য এবারের নির্বাচন কী ধরনের ছিল- তা এখনও বিচার বিশ্লেষণ চলছে। কিন্তু বিচার বিশ্লেষণ করে লাভ কী? যারা এই দুর্নীতিগ্রস্ত নির্বাচন দ্বারা বিজয়ী হয়েছেন তারা তো শপথ নিয়েই ফেলেছেন।যদি বিচার-বিশ্লেষণের পর প্রমাণিত হয় যে, আসলে নির্বাচন সুষ্ঠু হয়নি তাহলে সরকার আরেকটি নির্বাচনের আয়োজন করে আগেরটি বাতিল ঘোষণা করবে? কস্মিং কালেও এটা হবে না। অন্তত বাংলাদেশের রাষ্ট্রপরিচালনায় যারা আছেন, তাদের কাছ থেকে আমরা এরকম কিছু আশা করতে পারি না। নির্বাচনে সেনা মোতায়েন করা বিএনপিসহ সকল সুষ্ঠ চিন্তার অধিকারী মানুষের দাবি ছিল। কিন্তু নির্বাচন কমিশন কোন অদৃশ্য ইশারায় সেনা মোতায়েন থেকে বিরত ছিলেন- তা কারও কাছে বোধগম্য নয়। আসলে আমাদের দেশে প্রকৃত সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য আগে আমাদের জাতীয় চরিত্রের উন্নতি ঘটানো জরুরি। সব অঙ্গন থেকে দলবাজ কর্মকর্তাগুলো একদম ঝাটাতাড়া করে আবজর্না পরিষ্কার করা দরকার।
২| ০৭ ই মে, ২০১৫ রাত ১০:৫৯
ওয়্যারউলফ বলেছেন: এদেশে কোনকালেই কোন কিছু সুষ্ঠ ভাবে হয়না নির্বাচনও সুষ্ঠ ভাবে হয় নি। এতে কারও কোন সমস্যা আছে?
বি এন পির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এরপর হু মু এরশাদ কেউ সুষ্ঠ ভাবে ক্ষমতায় আসেন নি তবুও দীর্ঘ দিন দেশ শাসন করে গেছেন। এতে দেশের কি কোন সমস্যা হয়েছে ?
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৫ রাত ১০:৫৪
বাগসবানি বলেছেন: আপনি বোধ হয় ঘুমিয়ে ছিলেন, তাই টের পান নাই