নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শালীন ভাষায় সাহসী উচ্চারণ

মুফতি মুহাম্মাদ শোয়াইব

সম্পাদক, মাসিক আরবি ম্যাগাজিন ‘আলহেরা’

মুফতি মুহাম্মাদ শোয়াইব › বিস্তারিত পোস্টঃ

মোবাইল ফোনে বিয়ে হওয়া প্রসঙ্গে

২৭ শে মে, ২০১৫ দুপুর ২:৩৭

জিজ্ঞাসাঃ আমার সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক হয় এক বছর যাবত। এক দিন মোবাইলের কনফারেন্স কলের মাধ্যমে একজন বালেগ পুরুষকে সাক্ষী রেখে মেয়েটি আমাকে শরীয়ত মোতাবেক স্বামী বলে তিন বার কবুল বলে এবং আমিও তাকে স্ত্রী হিসেবে তিন বার কবুল বলি। এবং প্রমাণ রাখার জন্য আমাদের তিন জনের সাক্ষীসহ কথাগুলো রেকর্ড করে রাখা হয়। ইসলামের দৃষ্টিতে আমাদের এই বিয়ে জায়েয হয়েছে কি? এখন আমি কি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারব এবং মেয়েটি কি অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবে এবং তা কি জায়েয হবে?

সমাধানঃ ফিক্বহে ইসলামীর গ্রহণযোগ্য কিতাবাদি অধ্যয়নে এটাই প্রমাণিত হয় যে, শরীয়তে মুহাম্মদির বিধান মতে বিবাহ সহীহ হওয়ার জন্য কিছু শর্ত আছে। এর অন্যতম হলো দুই জন প্রাপ্তবয়স্ক স্বাধীন ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমান পুরুষ অথবা একজন পুরুষ ও দুই জন মহিলা উপস্থিত থাকতে হবে এবং বর আর কনের ইজাব (প্রথমে যিনি বিবাহের প্রস্তাব দিবেন) এবং কবুল (পরে যিনি তা গ্রহণ করবেন) হতে হবে। আর প্রশ্ন বর্ণিত পদ্ধতিতে শর্ত পূরণ না হওয়ায় বিবাহ শুদ্ধ হয়নি। তাই মেয়েটি অন্যত্র বিবাহ করতে পারবে। আর আপনাদের এই বিবাহ যদি শরীয়ত মোতাবেক সহীহও হতো, তদুপরিও যদি আপনার সামর্থ্য থাকে তাহলে অন্যত্র বিবাহ করতে পারতেন। আর যেহেতু বর্ণিত বিবাহ শরীয়ত মোতাবেক সহীহ হয়নি, তাই অন্যত্র বিবাহে কোন বাধা নেই।

উল্লেখ্য মোবাইলের মাধ্যমে যে বিবাহ হয়, তা শরীয়ত মোতাবেক বিশুদ্ধ হয় না। (ফাতওয়া হিন্দিয়্যাহ- ১/৩২২, হিদায়া- ২/২৮৬, ২৯১, তাবঈনুল হাক্বায়েক্ব- ৩/৪৫৩)।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.