নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথাই বুঝি \"হয়ত প্রতিবাদ করো নয়ত মরো\"

মুহাম্মাদ আরজু

একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।

মুহাম্মাদ আরজু › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল এর নামে ভন্ডামি

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

হ্যাপি যেমন রুবেলের ঘটনা দিয়া সব যায়গায় নাম কামাইসে।তেমনি তারানা হালিম ফেসবুক বন্ধ কইরা নাম কামাইসে।এখন প্রশ্ন হইল সে ফেসবুক বন্ধ কি করতে পারসে?পারে নাই।হেই এখন ডিজিটাল বাংলাদেশ বানানোর জন্য কত কিছু করতাসে।অন্য পদ্ধতিতে ফেসবুক চালাইলে আইডি হ্যাক করব।মার্ক জুকারবার্গের সাথে চুক্তি করব।একদিনে কেও ৫০০ টাকার বেশি মোবাইলে ভরতে পারব না।আরো কত কিছু।.
.
আবার জোরপূর্বক মানুষের মোবাইল চেক করাইতাসে তাদের মোবাইলে ভিপএন আসে কি না।হেরা ডিজিটাল বাংলাদেশ গড়ব কি মানুষের ক্ষতি আর মানুষকে হেনস্তা কইরা?তার একটা কথা মনে পড়ল।হেয় তার চিঠিতে লিখসিলো অন্য দেশগুলাতে নাকি দেশের সার্থে নেট ও বন্ধ রাখসিলো।তাদের কেও কিসু কয় নাই।কিন্তু আমরা নাকি তারে ঝাইরা ফালাইসি।
.
.এখন কথা হলো আমরাও কিসু বলতাম না যদি এটা দেশের সার্থে হতো।কিন্তু ফেসবুক বন্ধ কইরা আপনি কোন ডিজিটাল বাংলাদেশ গড়ব তা কিন্তু জানার মতো না।আজ পর্যন্ত এমন খবর পাই নাই যে,ফেসবুক বন্ধ কইরা কোন দেশডিজিটাল হইসে।আর এমনও খবর পাই নাই যে কোন দেশের পুলিশ তাদের পাবলিকদের হেনস্তা করসে।
.
শেম অন ইউ তারানা খালা।আপনার এই দেশের সার্থ রক্ষা করার ভন্ডামি ছাড়েন।দেশ এখন আপনারা ডিজিটাল করতে পারেন নাই।মানুষ ঠিকই ডিজিটাল হইসে কিন্তু আপনারা মানুষদের আগের মতো এনালগ বানাইয়া দিতাসেন।
.
আবার প্রমানিত হলো দেশ এখনো ডিজিটাল হয় নাই রে পাগল

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২

মাকড়সাঁ বলেছেন: আবার প্রমানিত হলো দেশ এখনো ডিজিটাল হয় নাই রে পাগল
এতো, সত্যি বলে ফেললে :)

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ফেমাস হতে গিয়ে ফেমাছ হবার উপক্রম।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

কল্লোল পথিক বলেছেন: আপনার বক্তব্যের সাথে সহমত

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১২

শরীফ িবিড বলেছেন: সৈরাচারী আচরনের সবচেয়ে বড় আলামত হচেছ জনগনের সাভাবিক জীবনকে নিয়নত্রন করা।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯

ইকরাম বাপ্পী বলেছেন: কথা সত্য... ... =p~ =p~ :-< :-<

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.