নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথাই বুঝি \"হয়ত প্রতিবাদ করো নয়ত মরো\"

মুহাম্মাদ আরজু

একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।

মুহাম্মাদ আরজু › বিস্তারিত পোস্টঃ

"মেয়ে ও নারী জাতি"

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

আজকাল একটা কথা একটু বেশিই শুনি।কথাটা নিয়া মাইয়ারা ট্রল পিক ও বানাইয়া ফেলসে। আর গর্ব কইরা ওই একটা কথাই বলে।কথাটা হলো কোন পোলা জদি বলে "সব মাইয়ারাই খারাপ" তাইলে তারা বলে "জদি সব মাইয়ারা খারাপ হয় তাইলে তার মধ্যে তোর মাও পরে"।কথাটা সম্পুর্ন ভুল।
.
মাইয়া জাতি খারাপ হতে পারে কিন্তু মা জাতি না।প্রতেকটা মেয়ে মা হয় কখন যখন তার সন্তান পৃথীবিতে আসে এর আগ পর্যন্ত সে একটা মেয়ে হিসেবে থাকে।আর তখন সে খারাপ কাজ করতে পারে কিন্তু যখন মা জাতিতে পরিনত হন তখন তিনি খারাপ কাজ করার আগে ১০০ বার ভেবে কাজ করেন।যাতে তার সন্তানের ক্ষতি হয় বা তার কারনে তার সন্তান লাঞ্চিত হয় এমন কাজ করেন না।
.
কিন্তু একজন মা হওয়ার আগ পর্যন্ত তার এই চিন্তা থাকে না।তাই খারাপ কাজ করতে কোন দিদ্ধাবোধ করে না।তার দ্বারা যেকোন কাজ করা সম্ভব কিন্তু একটা মার দ্বারা কোনদিন সম্ভব না।
.
মা জাতি মহান।তার ধারেকাছেও মেয়ে জাতি ভিরতে পারবে না।মা জাতিই হলো নারীদের আসল ও প্রকৃত রূপ।এটাই চূড়ান্ত যে সে কারো
মা,কারো বউ,কারো ভাবি।কিন্তু যখন সে মেয়ে হিসেবে থাকে তখন শুধু কারো মেয়ে অথবা কারো বোন হিসেবে থাকে।
.
মেয়ে > মহিলা,মহিলা > মা আর মাই হলো একজন নারী।অনেক জায়গায় আছে নারী জাতি মহান। তাই বলে সবাই একটা মেয়ে দোষ করলে নারী জাতির মহানতার উপর কালো দাগ জুড়ে দেয়।কিন্তু কেও আজ পর্যন্ত এটাই বুঝে উঠতে পারল একটা মেয়ে নারী রূপের প্রথম ধাপ।তাই সে দোষ করলে পুরো নারী জাতির উপর আজ্ঞুল তোলা যায় না।
.
তাই সবার কাছে অনুরোধ নারী জাতির উপর কিছু বলার আগে একটু ভেবে বলবেন তা আপনার মার উপরেও যাচ্ছে।কিন্তু যেই মেয়েই এটা দাবি করবে সে সে খারাপ হলে আপনার মাও খারাপ
তাহলে তাকে চোখে আজ্ঞুল দিয়ে জিনিসটা বুঝিয়ে দিন যে "তোমরা তো সবে নারীর প্রথম ধাপ।আর আমার মা নারীর চূড়ান্ত রূপ।তাই
তোমরা নিজেকে আমার মার সাথে তুলনা করে নারী জাতিকে ছোট করো না।
.
একজন বুঝের ব্যক্তির জন্য জিনিসটা যথেষ্ট। তারপরেও আমার কথার সাথে কারো দ্বিমত থেকে তাহলে ক্ষমা করবেন।
.
লেখায়- Muhammad Arju (পথহীন মুসাফির)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.