![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।
. একটা কাহিনি বলিঃ একদিন মহানবী (সঃ) তার উঠানে বসে ছিলেন সাথে আবু বকর (রাযিঃ) ছিলেন।পাশ দিয়ে আবু জাহেল হেটে যাচ্ছিল।মহানবী (সঃ) কে দেখে আবু জাহেল থামে।আর বলে মোহাম্মাদ তোর ভিতর এমন কি দেখে যে তোর পাগল হয় আমি বুঝি না।আমি তো দেখি তোর ভিতর শুধু ময়লা,তোর চরিত্র ঠিক,তুই মানুষকে বোকা বানাস।মহানবী (সঃ) মুচকি হেসে বলল ঠিক বলেছেন চাচা।আবু জাহেল চলে যাওয়ার পর আবু বকর (রাযিঃ) বললঃইয়া রাসুলুল্লাহ আমি তো দেখি আপনার মন খুব ভাল,আপনার চরিত্র অনেক উত্তম,আর আপনি মানুষকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন।মহানবী (সঃ) বললঃতুমিও ঠিক বলেছ।আবু বকর (রাযিঃ) আশ্চর্য হয়ে বললঃইয়া রাসুলুল্লাহ দুইজনই কিভাবে ঠিক হয়।মহানবী (সঃ) বললেনঃআরে আবু বকর তোমার মন হলো সুন্দর,তাই তোমার মনে যা ছিল তা তোমার চোখে ভেসে উঠেছে আর আমাকে তাই দেখতে পেরেছ।আর আবু জাহেলের মনে ছিল ময়লা তাই উনি আমাকে তাই দেখতে পেরেছেন।
.
এই ঘটনা বলার কারন হলো আপনার মনে যাই থাকবে তাই আপনার চোখে এসে অন্যকে তাই দেখবেন।আমি আসলেই খারাপ মানুষ,কিন্তু আপনি জদি ভাল হন তাহলে অবশ্যই আমাকে ভাল দেখবেন।অনুরূপ আপনি আমার লিখাগুলাকে কিভাবে নিবেন তা আপনার মনের উপর ভর করে।এখন আমি জদি লিখিঃ ও এইটা করল।এখন আপনার মন জদি ভাল হয় তাহলে ভালভাবেই নিবেন আর জদি মন খারাপ হয় তাহলে এই কথাকে ভাববেন "ছি ছি ও এইগুলা কি লিখি,এত্ত খারাপ জিনিসও কেও লিখি।মানি ওভার রিয়েকশন।
.
এইটাও প্রসঙ্গ না।কথা হলো ৬ মাস আগে একটা গল্প দিয়ে লিখার যাত্রা শুরু করেছিলাম।তখন থেকে "লেখক" তমকাটা লেগে যায়।অনেক খুশি হয়েছিলাম এই ভেবে যে রবী ঠাকুর,শেক্সপিয়ার এর নামের ভাবার্থটাও আমার গায়ে লেগে গেল।অনেক সম্মানের ব্যাপার।কিন্তু "লেখক" শব্দটাকে মাঝে মাঝে গালির মতো মনে হয় কারন এখন ভুল করলেই লোকে বলে "লেখকও হয়ে এই কাজ কিভাবে করলাম,লেখক হয়ে এটা করা ঠিক হয় নাই।আরকি আমার পাওয়াটা নিয়ে টানাটানি।
.
কিন্তু আমি লেখক তাই বলে কি আমি মানুষ না।নাকি লেখক হওয়াতে আমি অন্য জগতের প্রানী হয়ে গেছি নাকি লেখক হওয়ায় আমার ৩ টা কান ৩ টা চোখ হাত-পা সব একটা করে বেশি হয়ে গেছে।আমিও তো মানুষ।তাই অবশ্যই আমার ভুল হতে পারে।প্রথমে আমি মানুষ তারপর আমি লেখক।তো আমার ভুলগুলাকে কেন অন্য চোখে নেয়া হয়।বিষয় টা আমার কাছে এমন লাগে যে "কোন ছেলের বাবাকে একজন ইচ্ছামতো পেটাচ্ছে।তো লোকেরা জিজ্ঞাস করছে কেন মারছেন।বলল উনার ছেলে দোষ করেছে।তো উনাকে মারছেন কেন?বলল ছেলেটাকে উনিই তো জন্ম দিয়েছেন।
.
মানুষ এমন কাজগুলাও করে থাকে।আমি লেখক তাই আমাকে না বলে আমার লেখক হওয়ার খোটা দেয়।আর একটা কথা নিজেকে নাকি বড় মনে করি।হ্যা সত্য আমি মনে করি।কারন নিজেকে বড় না ভাবলে বড় হওয়া যায় না।কিন্তু আমি অহংকার বা হিংসা করি না যে আমি হেন তেন করতে পারি কিন্তু অনেকে পারে না।এই হিসাব আমি কষতে পারি না।
.
যারা আমাকে নিয়ে কটুক্তি করেন বা হিংসা করেন তাদের ধন্যবাদ।কারন আমার এগিয়ে যাওয়ার সিড়ি আপনারাই।আর নিজেকে বদলে দিতে চাইলে "সত্য" নামের মলম আছে ওইটা মনে লাগান ঘা শুকিয়ে যাবে।
.
[বিঃদ্রঃ কষ্ট পেলে ক্ষমা করবেন]
©somewhere in net ltd.