নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথাই বুঝি \"হয়ত প্রতিবাদ করো নয়ত মরো\"

মুহাম্মাদ আরজু

একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।

মুহাম্মাদ আরজু › বিস্তারিত পোস্টঃ

close up-কাছে আসার সাহসী গল্প

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

ক্লোজআপ-কাছে আসার সাহসী গল্প
.

এক ছেলে ক্লোজ আপ দিয়ে দাত মাজত।তো সে তার মুখের সুগন্ধ দিয়ে সবাইকে মাতিয়ে রাখত।মুখ থেকে ফ্রেশ হাওয়া বের হতো যার কারনে অনেক লোক তার প্রশংসা করত।
ছেলেটি একটি মেয়েকে ভালবাসত কিন্তু বলতে পারত না।মেয়েটি খুব সুন্দর ছিলো তাই।একদিন ছেলেটি রাস্তা দিয়ে যাচ্ছিল তো দেখল ওর ভালবাসার মানুষটিকে কতগুলা মানুষ ধরে রেখেছে।মেজাজটা অনেক খারাপ হয়ে গেল।
আর ওইদিকে মেয়েটি চেঁচিয়ে বলতে লাগলঃ
-ছেড়ে দে শয়তানের দল।তোদের মুখের দূর্গন্ধে আমি মরে -যাব।
মু হা হা হা হা।
মেয়েটির দু-হাত ধরে দুর্গন্ধকারিরা টানাটানি করছিলো।এমন সময় ছেলেটি লাফ মেরে এসে লোকদের উদ্দেশ্যে বলেঃ
-তোরা যেই ব্যান্ডের টুথপেস্ট ব্যবহার করিস না কেনো।আমার কাছে আছে ক্লোজআপ।এই নেঃ
বলে ছেলেটি হা করে মুখের গরম নিশ্বাস ছাড়ে।আর মুখের গরম নিশ্বাসে সবগুলা মেয়েটির হাত ছেড়ে দৌড় মেরে ছেলেটির পায়ের সামনে এসে বসে পড়ে।আর বলতে থাকেঃ
-বস আমাদের মাফ করে দিন।আপনি যে ক্লোজআপ দিয়ে দাত মাজেন তা আমি জানতাম না।মাফ করে দিন।
হাত জোড় করা শুরু করল।তারপর ছেলেটি বললঃ
যা ছেড়ে দিলাম।আর কখনও ক্লোজআপ দিয়ে দাত না মেজে মেয়েদের সামনে যাবি না।
-ঠিক আছে বস।
বলেই দৌড় মারে লোকগুলা।আর মেয়েটি আস্তে আস্তে সামনে এসে বলেঃ
-তুমি আমার জিবন বাচিয়েছ আই লাভ ইউ।
বলে গালে একটা চুমু দেয় মেয়েটি।আর ছেলেটি ভাবতে থাকেঃ
-আগার লারকি পাটানা হো তো স্রিফ ক্লোজআপ চাহিয়ে।
এভাবে শেষ হলো ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প।
.
যত সব আজাইরা। =D =D =D

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

অগ্নি সারথি বলেছেন: তারপর তাহার দিনে তিনবার সুখে শান্তিতে ক্লোজ আপ দিয়ে দাত মাজিতে লাগিল।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

বিজন রয় বলেছেন: হা হা হা .......... +++

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

ডার্ক ম্যান বলেছেন: এত কাছে আসার দরকার কি

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

জ্বি হুজুর বলেছেন: ক্লোজ আপ চেটে খেতেই তো মজা বেশী

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২

জনৈক অচম ভুত বলেছেন: অনলি ক্লোজ আপ ইজ রিয়েল। =p~

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অতঃপর তাহারা ক্লোজ আপ দিয়া সুখে শান্তিতে দাঁত ব্রাশে মনোনিবেশ করিল!

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: ক্লোজআপ-কাছে আসার সাহসী গল্পে ---- এ ধরণের গল্প মনোনয়ন পেয়েছে?

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

মুহাম্মাদ আরজু বলেছেন: আপনার কথা বুঝলাম না। @মম্ময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.