নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথাই বুঝি \"হয়ত প্রতিবাদ করো নয়ত মরো\"

মুহাম্মাদ আরজু

একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।

মুহাম্মাদ আরজু › বিস্তারিত পোস্টঃ

ইসলামের জন্য কি করলেন?

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩১


বাংলাদেশ যার জন্ম ১৯৭১ সালে।আর এখন ২০১৬।
মোট ৪৫ বছর হলো প্রায়।অনেক কিছু বদলেছে।দেশ
উন্নত হয়েছে।আর হচ্ছেও।কিন্তু উন্নতার এমন
শিখরে আজ আমরা পৌছেছি যে যার খুশি মতো
কাজ করছে কিন্তু আমাদের মাথাব্যথা নেই।এখন
আপনি বলতেই পারেন "যার মাথা তার ব্যাথা"।
বললে ভুল হবে না।কিন্তু এই মাথা যদি ধর্ম হয়
তাহলেও বোধহয় কারো সমস্যা নেই।
.
আপনার সমস্যা হয় যদি কেও বাজ্ঞালি
প্লেয়ারদের কিছু বলে বা তাদের বিরুদ্ধে
অবস্থান নেয়।আরে ভাই জানি সবাই ক্রিকেট
প্রেমি।তাই বলে কি এটা ধর্মের চেয়ে বড়।নিশ্চই
না কিন্তু সবার হাব-ভাব দেখলে এমনই মনে হয়।
এদেশ থেকে ইসলামের নাম উঠে যাচ্ছে কার কি?
একটা জিনিস মনে রাখবেন আপনি প্রথমে একজন
মুসলিম তারপর একজন বাজ্ঞালি।আপনার দেশের
প্রতি আবেগ থাকতেই পারে কিন্তু এটার চেয়ে
যে বড় হবে আমি এটা মেনে নিতে পারছি না।
.
একটা যুক্তিতে আসি।কোন দেশ থেকে ইসলাম
নামটা উঠে যাচ্ছে যে দেশের প্রায় ১৪,৫৬০,০৭০০
জন লোক মুসলিম।যার ৮৬.০৩% লোক মুসলিম।
পৃথীবির মোট জনসংখ্যার প্রায় ৯.০২% লোক
মুসলিম বাংলাদেশে বাস করে।এদেশে যদি ২০
কোটি লোক বাস করে থাকে তাহলে তার থেকে
সাড়ে ১৪ কোটি মানুষ মুসলিম আর তাদের ধর্ম
ইসলাম।কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে প্রায় সাড়ে
১৪ কোটি মুসলিম মানুষের ধর্ম ইসলামের নাম
উঠে যাচ্ছে আর তারা এখনো চুপ।তাদের বেশির
ভাগ মানুষের কোন মাথা ব্যাথা নেই।
.
আগে ইসলামের প্রতি যদি কেও আজ্ঞুল দিত
তাহলে সবাই হুংকার দিয়ে উঠত।আর এখন কোন
রাজনৈতিক দলকে কেও কিছু বললে মানুষ হুংকার
দিয়ে উঠে।যাতে তাদের যা খুশি করতে পারে।
খুব উন্নত হয়েছে দেশ সাথে আপনারাও
বদলেছেন।প্রথমে সংবিধান থেকে
"বিসমিল্লাহির রহমানির রাহিম" শব্দ উঠে গেল
আপনারা চুপ।আজ রাষ্ট্র ধর্ম ইসলাম উঠে যাচ্ছে
আজও চুপ।খুব ভালো মুসলিম আপনারা।পরিপুর্ন
ঈমানদার হয়েছেন।
.
আমি তো জানতাম এদেশ স্বাধীন দেশ।কিন্তু
এখন দেখছি এদেশ পরাধীন।কারন এদেশ ইহুদি-
নাসারাদের কথা মতো চলে।উনারা যা মন চায়
এদেশের উপর চাপিয়ে দেয়।বলতে পারেন রাষ্ট্র
ধর্ম ইসলাম বাতিল করছে তাতে সমস্যা কোথায়?
সমস্যা তো হয় নি হবে।কারন যেহুতে সংবিধান
থেকে বিসমিল্লাহ উঠে গেছে আজ ইসলাম শব্দ
উঠে যাচ্ছে কিছুদিন পর এদেশে পুরো ইসলামকে
উঠানোর তাগিদ হবে তখনও আপনারা চেয়ে
চেয়ে দেখবেন।অন্যায় করা যেমন অপরাধ সহ্য
করাও তেমন অপরাধ।যারা কাজটা করছে তারা
খারাপ করছে যেনেও চুপ থাকাটা সমান অপরাধ।
আমি বিরোধীতা করছি এই সিদ্ধান্তের।ফেস
বুকে নয় রাজপথে।কমেন্টের ঝরে নয় অনুতাপের
ঝরে।
.
২৭ মার্চ আমি অটুট আছি এই সিদ্ধান্ত
বাতিলকরনে।হয়ত শহিদ হয়েও যেতে পারি।
আল্লাহর কসম লাগে একটুও আশ্চর্য হবো না।কারন
এখনো ভুলি নি শাপলা চত্বরের কথা।সেদিন
রাতের মতো হতে পারে কোন সমস্যা নেই।
হাশরের ময়দানে আল্লাহর কাছে কমপক্ষে জবাব
তো দিতে পারব "ইয়া আল্লাহ আমি লড়েছিলাম
তোমার বিপক্ষে যারা ছিল তাদের বিরুদ্ধে।
শহিদ হতে চাই,যদি হই তাহলে "আল
হামদুলিল্লাহ"।যদি আপনারা নাও সাথে থাকেন
কোন সমস্যা নেই কারন আল্লাহ সাথে থাকবে।
যেমন ছিল ঈসা (আঃ) এর সাথে যেমন ছিল
মহানবী (সঃ) ও তার সাহাবিদের সাথে।যুদ্ধ
করতে তরোয়াল লাগে না যুদ্ধে জয়ী হতে লাগে
পাক্কা মুসলিম হওয়া।যেমনটা ছিল মক্কা
বিজয়ের সময়।আপনারা এইসব ব্যাপারে উদাসীন
কিন্তু এতটুকু তো জানেন ভালো কাজে আল্লাহ
সাথে থাকে।
.
ইনশাল্লাহ এই সিদ্ধান্ত অবশ্যই বাতিল হবে
যদি আপনারা এর তীব্র নিন্দা জানান।কমেন্ট
বক্সে নয় সরাসরি।বুকটা উজাড় করে দিন যাতে
আল্লাহ ওইটাতে আসতে পারে।ওনার ইসলাম
নিয়ে যারা মন্দ কাজ করতে যায় তারা অবশ্যই
আল্লাহ বিরোধী কাজ করছে।আর আপনার চুপ করে
থাকা মানি উনাদের সমর্থন দেয়া আর উনারা
যা করছে তার ভাগিদার হওয়া মানি আল্লাহ
বিরোধী হওয়া।আমি জানতে চাই সাড়ে ১৪
কোটি মুসলিমের মধ্যে কি এমন ৫ কোটি মুসলিমও
নেই যারা আল্লাহ ভিরু।আছে মনকে তাজা করুন
আপনিই সেই লোক।আপনি পারবেন এটা ঠেকাতে।
নয়ত কোনদিন নিজেকে মুসলিম বলে দাবি করতে
পারবেন না।আর আল্লাহর সামনেও বলতে
পারবেন না আপনি ইসলামের জন্য কিছু করেছেন।
যেদিকে ইসলাম নিয়ে কটুক্তি করলে মানুষ ছাড়
দেয় না আর আজ কেনো চুপ রইবেন?যদি দেখেন
কেও এটার বিরোধীতা করছে তাদের সজ্ঞ দিন।
আপনি ওই অভাগা হবেন না যারা রাস্তার পাশে
দাড়িয়ে তাদের সমর্থন দেখবে।
.
কথাগুলা লিখে গেলাম এই কারনে যে ডাইরিতে
লিখলে হয়তোবা মারা যাওয়ার পর কেও দেখতে
আসবেনা আর এটা আপনাদের কাছে রেখে যাচ্ছি
আপনার বিবেককে জাগ্রত করার জন্য।
.
[বিঃদ্রঃ এটা কোন ধরনের উস্কানি মূলক পোস্ট
নয়।শুধুমাত্র মুসলিমদের ইসলাম রক্ষার ক্ষেত্রে
দিচ্ছি।]

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.