![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।
আমি স্বাধীনতার দাবিদার!!
কিন্তু আজও দূর হলোনা কালো রাতের আধার।
.
আমি স্বাধীনতার দাবিদার!!
আমার সামনে দগ্ধ মানুষ পুড়ে ছাড়খাড়।
.
আমি স্বাধীনতার দাবিদার!!
এক মুঠো ভাতের জন্য আজও করি হাহাকার।
.
আমি স্বাধীনতার দাবিদার!!
৭১ এর মতো ধর্ষিত হই বারংবার।
.
আমি স্বাধীনতার দাবিদার!!
বেচে থাকার সপ্ন দেখি নিয়ে একবুক পাহাড়।
.
আমি স্বাধীনতার দাবিদার!!
বলি "ধর্ম যার যার উৎসব সবার"
.
আমি স্বাধীনতার দাবিদার!!
মুসলিম হয়েও মাথা ঠেকাই সামনে মূর্তি পূজার।
.
আমি স্বাধীনতার দাবিদার!!
আমার সাথে ভিড়বে সাধ্য আছে কাহার।
.
আমি স্বাধীনতার দাবিদার!!
মগজ আমি মীরজাফরের মাথার।
.
আমি স্বাধীনতার দাবিদার!!
উচ্চ সুরে বলে উঠি "জয় হোক ভারত মাতার।
.
আমি স্বাধীনতার দাবিদার!!
আমার বুকে ভেসে উঠে ধর্ষিতার চিৎকার।
.
আমি স্বাধীনতার দাবিদার!!
পরকিয়া আমার প্রতিদিনের আহার।
.
আমি বাংলাদেশ!!
.
সবাই আমার স্বাধীনতার দাবিদার
সবাই বলে"এটা আমার পৈত্তিক সম্পত্তি দেখি ঠেকায় কে এবার।
.
আমি চিৎকার করে বলি স্বাধীনতা আমার
চাইনা ভাগ নিতে আসুক কোন কুলি-মজুর-কামার।
.
স্বাধীন হবো আমি যদি তোরা সব এক হোস
চাইনা এদেশে রাজক্ত করুক কোন ভারতের বেলা ভোস।
.
>পথহীন মুসাফির
©somewhere in net ltd.