নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথাই বুঝি \"হয়ত প্রতিবাদ করো নয়ত মরো\"

মুহাম্মাদ আরজু

একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।

মুহাম্মাদ আরজু › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ "সে ফিরে এলোনা"

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:১৩

সে আর ফিরে এলোনা,আমার ছায়াতলে
তারই কারনে আমি ভাসলাম নয়ন জলে।
হঠাৎ করে সে একদিন বলে উঠেছিলঃ আমার জন্য
বকুল ফুল নিয়ে আসতে পারবে?
ঠোঁটের কোণে মুচকি হাসি এনে এক ভৌ-দৌড়
দিয়েছিলাম তার ইচ্ছা পূরন করতে।সাতটা গ্রাম
খুজে সুগন্ধি যুক্ত বকুল ফুলগুলি তার জন্য এনেছিলাম।
তাকে আর পাইনি।আজ বকুল ফুলের সুগন্ধ দুর্গন্ধ হয়ে
আমার মাথা কুড়ে খাচ্ছে।সে আর ফিরে এলোনা।
.
কথা ছিল আমার কালো পাঞ্জাবি আর তার হলুদ-
লাল শাড়িটা পড়ে পুকুর পাড়ে ঝুম বৃষ্টিতে ভিজব।
আজ কালো পাঞ্জাবিটা থেকে বৃষ্টি আর ঘামের
দুর্গন্ধ মিশে হাহাকার ছড়াচ্ছে।শরিরের লোমগুলো
বৃষ্টির স্বাদ নিতে নিতে নিস্তেজ হয়ে গেল।
তবুও তার সাথে বৃষ্টিতে ভেজা হলো না।সে আর
ফিরে এলো না।
.
একরাশ গোলাপ এনেছিলাম তোমায় দেব বলে।আজ
ঘর ভর্তি গোলাপ হয়ে গেল তবু একটা
গোলাপ তোমাকে দেওয়া হলো না।
গোলাপের কাটাগুলা সুচের মতো বিধে যতটা না
রক্ত ঝড়িয়েছে তার চেয়ে বেশি তোমার চলে
যাওয়াটাই কষ্টটাই পুড়িয়েছে।
সেই ক্ষত জায়গার ক্ষতি পূরন করতেই আমি এখন বড্ড
ব্যস্ত।তবুও সে ফিরে এলোনা।
.
তিস্তার জল খেয়ে তৃষ্ণা মেটাতে চেয়েছিলে
কিন্তু ভাগ্যটা কতই না খারাপ
আজ তিস্তার জলই শুকিয়ে গেছে।তোমার তিস্তায়
পাল তোলা নৌকা নিয়ে ঘুরে বেড়ানোটা আজ
ইচ্ছাটা আজ ইচ্ছাই রয়ে গেল।
ইচ্ছা পূরন করতে সে আর ফিরে এলোনা।
.
তুমি না বলেছিলে আমার চোখের জল নিচে পড়ার
আগেই তুমি তা মুছে দিবে।
আর কতটা জল পড়লে তা মুছতে তুমি তোমার আগমন
ঘটাবে।চোখের জলগুলো দিয়ে নদী বানালে তখন
কি সেখানে তুমি তোমার গা ভাসাবে।
কাঁদতে কাঁদতে চোখের নিয়ে পড়েছে কালো রেখা।
তবুও সে ফিরে এলোনা।
.
মিথ্যে ছিলে তুমি,মিথ্যে ছিল তোমার আশা
মিথ্যে ছিল তোমার সপ্ন,মিথ্যে ভালবাসা।
নিরা!!
তোমার হলোনা আর ফিরা।
.
[বিঃদ্রঃ নিরা ব্যবহৃত নামমাত্র]
.
Muhammad Arju (পথহীন মুসাফির)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:০৯

আলম দীপ্র বলেছেন: লিখে চলুন !
শুভকামনা !
টাইপোগুলো ঠিক করে নিয়েন ! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.