নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথাই বুঝি \"হয়ত প্রতিবাদ করো নয়ত মরো\"

মুহাম্মাদ আরজু

একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।

মুহাম্মাদ আরজু › বিস্তারিত পোস্টঃ

"সুন্দরবন দিয়ে কি হবে?বিদুৎ হলো প্রধান"

৩১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৭

কিছু দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে রাখতে চাই।জানি তার পর্যন্ত যাবে না তারপরেও নিজের ওয়ালে লিখছিঃ
১: "গাছ লাগান,পরিবেশ বাঁচান" স্লোগান এই দেশ থেকে ব্যান করা হোক।
২:বনাঞ্চল নিয়ে বাংলাদেশের পাঠ্যবইয়ে যত অধ্যায় আছে তা উঠিয়ে দেওয়া হোক।
৩:হাইকোর্টে রিট করা হোক বাংলাদেশের যে জায়গায় "গাছ লাগান পরিবেশ বাঁচান" স্লোগান দেওয়া থাকবে তার মালিকানা বৈধভাবে বাংলাদেশ সরকার পাবে এই নিয়ম করা হোক।
৪:বাংলাদেশ থেকে "বৃক্ষরোপণ সপ্তাহ" বাদ দেওয়া হোক।
৫:যেহুতে সবাই সংবিধানের ৭(ক)এর অনুচ্ছেদ অনুযায়ী নিজেকে বাংলাদেশের মালিক হিসেবে দাবি করছে তাই ওই অনুচ্ছেদ বাদ দেওয়া হোক।
৬:বাকশালীতার আইন করা হোক।বাংলাদেশ সরকার যা বলবে তাই চূড়ান্ত হিসেবে ধরা হবে।যে এর বিরুদ্ধাচরণ করবে তাকে গ্রেফতার করা হবে।এমন আইন করা হোক।
.
এই ছিল আমার পেশকৃত দাবি।এইগুলা বাস্তবায়ন করা অত্যাধিক জরুরি।সাবধান আপনারা এর বিরোধীতা করবেন না।তাহলে ১৪ শিকের ভিতর নিজেকে আবিষ্কার করবেন।অনেক আফসোসের সাথে বলতে হচ্ছে রবী ঠাকুর একটা ভুল কথা বলে গিয়েছিলেনঃনিয়ে যাও তোমার শহর,ফিরিয়ে দাও আমার অরন্য।আমি সিউর তিনি এই কথাটা এখন বললে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার হতেন।
...
ধুর হুদাই আপনারা বিরোধীতা করছেন।বিদুৎ থাকলে শহরে বসে এসির হাওয়া খেতে খেতে এনিমল প্লানেটে বাঘ আর হরিন দেখতে পারবেন।আর এটা দেখাতে ভয়ও পাবেন না।আর বন থাকলে হিংস্র প্রানী থাকবে।হিংস্র প্রানী থাকলে মানুষের ক্ষতি করবে।তাই আমাদের দেশের জ্ঞানী লোকেরা এই বন সাফাইয়ের কাজ করছে।
না থাকবে সাপ না থাকবে লাঠি
...
এই যে ধরুন আমি এখন লিখছি এখন বিদুৎ নেই।এখন রামপাল বিদুৎ কেন্দ্র হলে নিশ্চই বিদুৎ থাকত।কি কারনে আপনারা নিমক হারামি করছেন।সরকারকে সাপোর্ট করুন সরকারে বিশেষ দলের মতো।যারা সরকারের অন্ধভক্ত।আপনিও তাদের মতো করুন।তারা ভাবে সরকার যা করে তাই সঠিক বাকি সব গোল্লায় যাক।আপনিও এমন ভাবুন।সরকার আপনাকে উন্নতির সাগরে ডুবিয়ে মারবে।এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন।চাইলে একটা সুরেষ সরিষার তেল কিনে নাকে দিতে পারেন।
...
বেশি কিছু বলব না।শুধু এতটুকুই বলতে চাই এই দেশ কারো বাবা বা কারো স্বামীর না যে যা ইচ্ছা করবে আর আমরা চোখে কাঠের চশমা পড়ে আপনার বানানো দলের মতো ঠিক ঠিক করে সমর্থন দিবো।এই দেশ আমার এই দেশ সেই ১৬-২০ কোটি মানুষের যারা এখানে বাস করে।দেশের কথা আপনার একা ভাবতে হবে না।আমরাও দেশের ভালমন্দ বুঝি।যা ইচ্ছা তা আপনি করতে পারেন না।
#জয়_বাংলা
#ঠেলা_সামলা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.