নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথাই বুঝি \"হয়ত প্রতিবাদ করো নয়ত মরো\"

মুহাম্মাদ আরজু

একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।

মুহাম্মাদ আরজু › বিস্তারিত পোস্টঃ

"আমার মুসলিম ভাইয়েরা যেখানে ইচ্ছা থাকতে পারবে"

২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০১

পৃথিবীর সমস্ত জমি আল্লাহ তা'আলার সৃষ্টি।এটা কোন মুসলিম অমান্য করতে পারবে না।এটার ভিতর সীমান্ত নামক কাটাতার নিজেদের সুবিধা ভোগের জন্য দেওয়া হয়েছে।

আল্লাহ তা'আলা বলেনঃ" যদি ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে তাহলে হিজরত করো"।যেমন মহানবী (সঃ) করেছিলেন।মক্কায় তার ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছিল যার কারনে মদিনায় হিজরত করতে হয়েছিল।

আর হিজরত মানুষের উপর ফরজও করা হয়েছে।মাজলুমদের জন্য হিজরত।মহানবী (সঃ) হিজরত করে মদীনায় গিয়েছিলেন।আর মদীনাবাসী তাকে সেচ্ছায় গ্রহন করে নিয়েছিলেন।কেয়ামত পর্যন্ত হিজরতের রীতি চলছে আর চলবে।

মূল কথা হলো রোহিঙ্গা বাসীও হিজরত করে বাংলাদেশে আশ্রয় চাচ্ছে।কারন তাদের ওইখানে ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।মহানবী (সঃ) কে আল্লাহ তা'আলা কি মক্কাতেই বাঁচিয়ে রাখতে পারতেন না?পারতেন।কিন্তু তিনি তাঁকে হিজরত করিয়েছেন মুসলিমদের পৃথিবীতে বসবাস করার জন্য।

এই ঘটনা হিজরতের অংশে পড়ে।তারা আমাদের কাছে আশ্রয় চাচ্ছে।সমস্ত দুনিয়ার মাটি আল্লাহর সৃষ্টি আর আল্লাহ মাটিতে তার বান্দা আশ্রয় চাচ্ছে তাদের আশ্রয় না দেওয়া আল্লাহ তা'আলার কথার অমান্য করার সমান।

আমাদের প্রধানমন্ত্রীর মুসলিম হিসেবে কি উচিত না আল্লাহর মাটিতে মুসলিমদের আশ্রয় দেওয়া।তিনি কি মদীনাবাসীদের মতো রোহিঙ্গাদের গ্রহন করতে পারে না?

মাননীয় প্রধানমন্ত্রী,
শুধু বলতে চাচ্ছি আল্লাহর দুনিয়ায় তিনি আপনাকে ক্ষমতা দিয়েছেন যাতে আপনি তার মুসলিম উম্মাহকে গাইড করতে পারেন।এই ক্ষমতা আপনি তার পক্ষে ব্যবহার না করে হেয় করে ঠিক করছেন না।আল্লাহ আপনাকে সঠিক বুদ্ধি দান করুক।যদি মুসলিম হয়ে থাকেন তাহলে মুসলিমদের ব্যথ্যা বুঝবেন।আর যদি কারো দালালি করে থাকেন তাহলে আল্লাহ আপনার মঙ্গল করুক।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

এই আমি রবীন বলেছেন: আপনার পোষ্ট ভাবের সাথে একমত, বিপদে পড়ে কেউ আশ্রয় চাইলে তাকে অবশ্যই আশ্রয় দেয় কর্তব্য। তবে পার্থক্য আপনি শুধু "ওরা মুসলিম" বলেই ওদের আশ্রয় দিতে চাচ্ছেন। যেটার সাথে আমি একমত নই।

আল্লাহ বলেছেন অমুসলিমদের কে ”বন্ধু এবং সাহায্যকারী” হিসেবে গ্রহন না করতে (Quran 5:51, 5:57, 4:144, 3:28) ! তাহলে কেন ্ওরা শরনার্থী হিসেবে ইউরোপ - আমেরিকা যাবে ? সৌদি, ইরান, কুয়েত গেলেই পারে ।

আপনি কেন নারী প্রধানমন্ত্রী থেকে সাহায্য ভাল কিছু আশা করছেন যেখানে :
১ নারীর অবস্থান পুরুষের নিচে (Quran 4:34, 2:228)
২ তাদের মর্যাদা পুরুষের অর্ধেক (Quran 2:282, 4:11 Sahih Bukhari 3:48:826, 1:142)
৩ নারী পুরুষের যৌন দাসী (Ibn Hisham-al-Sira al-nabawiyya, Cairo, 1963)
৪ তারা পুরুষের অধিকৃত সম্পত্তি (Sahih Bukhari 5:59:524)
৫ তারা কুকুরের সমতুল্য (Sahih Bukhari 1:9:490, 1:9:493, 1:9:486 Sahih Muslim 4:1032, 4:1034, 4:1038-39 Abu Dawud 2:704)
৬ ভালোবাসার অযোগ্য (Sahih Bukhari 7:62:17 Abu Dawud 41:5119)
৭ মৃত্যুর পর তাদের অধিকাংশের জন্যে রয়েছে দোজখের আগুন (Sahih Muslim 36:6596, 36:6597 Sahih Bukhari 7:62:124, 1:2:29, 7:62:124, 2:18:161)
৮ রজ্বচক্র চলাকালীন তারা অপবিত্র (Quran 2:222 Al-Tabari Vol.1 p.280) হজ্ব করার অযোগ্য (Sahih Bukhari 1:6:302)
৯ তারা নিকৃষ্ট (Sahih Bukhari 9:88:219)
বুদ্ধিহীন (Sahih Bukhari 2:24:541)
অকৃতজ্ঞ (Sahih Bukhari 1:2:28)
খেলার পুতুল (Al-Musanaf Vol.1 Part 2 p.263)
হাড়ের মত বক্রতা যুক্ত (Sahih Muslim 8:3466-68 Sahih Bukhari 7:62:113, 7:62:114, 4:55:548)
১০ তারা পুরুষের চাষযোগ্য ক্ষেত্র (Quran 2:223 Abu Dawud 11:2138)
১১ তারা শয়তানের রূপ (Sahih Muslim 8:3240)
১২ তাদের মাঝে নিহিত আছে যাবতীয় খারাপ (Sahih Bukhari 4:52:110, 4:52:111)
১৩ তারা বিশ্বাস ঘাতক (Sahih Bukhari 4:55:547)
১৪ পুরুষের জন্যে ক্ষতিকারক (Sahih Bukhari 7:62:33)
১৫ নেত্রিত্ব দেওয়ার অযোগ্য (Sahih Bukhari 9:88:219)
১৬ প্রার্থনা ভঙ্গ হওয়ার কারন (Sahih Bukhari 1:9:490, 1:9:493)
১৭ তাদের একমাত্র কাজ পুরুষের সেবা করা (Mishkat al-Masabih, Book 1, Duties of Husband and Wife, Hadith Number 62 Mishkat al-Masabih, Book 1, duty towards children Hadith Number 43)
১৮ সর্বদা নিজেদের আবদ্ধ রাখতে হবে পর্দায় (Sahih Bukhari 5:59:462, 6:60:282)
১৯ মৃত্যুর পর তাদের অধিকাংশের জন্যে রয়েছে দোজখের আগুন (Sahih Muslim 36:6596, 36:6597 Sahih Bukhari 7:62:124, 1:2:29, 7:62:124, 2:18:161)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.