![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার, আমি আরও বেশী জানতে, শিখতে, অর্জন করতে চাই, মহান আলাহ রব্বুল আলামিনের নিকট চাওয়া, তিনি যেন আমাকে সঠিক জ্ঞান দান করেন
তান্ত্রিক সাধকরা পরোক্ষভাবে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে। যেমনঃ একজন মানুষকে আমি অনেক বেশী ভালবাসি। অথচ, তান্ত্রিক সাধক যাদু টোনা করার পর এমন হতে পারে যে, ভালবাসার মানুষটিকে দেখা মাত্রই প্রচন্ড ঘৃণার সৃষ্টি হবে। আজ ইনশাল্লাহ তান্ত্রিকদের যাদু বিদ্যা সম্পর্কে কিছু লিখতে চেষ্টা করব।
.
পৃথিবীর প্রাচীনতম শহর ব্যাবিলন। ব্যাবিলন শহর গড়ে ওঠার পূর্বে অন্য কোথাও কোন শহরের অস্তিত্ব ছিলনা। মানব সভ্যতার সূচনা হয়েছিল এই শহরকে কেন্দ্র করে। শহরটি বর্তমান ইরাকের বাগদাদ শহর থেকে ৮৫ কিঃমিঃ দূরে ফেরাত নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত।
.
এই শহর থেকেই সর্বপ্রথম যাদুবিদ্যার চর্চা শুরু হয় হযরত ইব্রাহীম আঃ এর আবির্ভাবের বহু বছর পূর্বে। কিভাবে যাদু বিদ্যার জ্ঞান প্রসার পেয়েছিল সেই ঘটনা আল্লাহ মানুষকে জানিয়ে দিয়েছেনঃ
.
আল্লাহ হারুত ও মারুত নামের দুজন ফেরেশতাকে ব্যাবিলন শহরে পাঠালেন। তাঁদের কাছে যেকোন মানুষ যাদুবিদ্যার জ্ঞান শিক্ষতে পারত। তবে, তাঁরা মানুষকে যাদুবিদ্যা শেখানোর পূর্বে সাবধান করে দিতঃ "তাঁরা মূলত এসেছে মানুষকে পরীক্ষা করার জন্য। যে ব্যাক্তি যাদু অবলম্বন করবে, সে কাফির হয়ে যাবে এবং তার জন্য পরকালে কোন অংশ থাকবেনা।"
.
পবিত্র কুরআনের আয়াতটি লক্ষ্য করুনঃ
.
" তারা (ইহুদিরা) ঐ শাস্ত্রের অনুসরণ করল, যা সুলায়মানের রাজত্ব কালে শয়তানরা আবৃত্তি করত। সুলায়মান কুফর করেনি; শয়তানরাই কুফর করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল, তা শিক্ষা দিত। তারা উভয়ই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে, আমরা পরীক্ষার জন্য; কাজেই তুমি কাফের হয়ো না। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত, যা দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে।
তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্দ্বারা কারও অনিষ্ট করতে পারত না। যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে, তারা তাই শিখে। তারা ভালরূপে জানে যে, যে কেউ জাদু অবলম্বন করে, তার জন্য পরকালে কোন অংশ নেই। যার বিনিময়ে তারা আত্নবিক্রয় করেছে, তা খুবই মন্দ যদি তারা জানত।"
-(সূরা বাকারা, আয়াত ১০২)
.
আজকের যুগে যেসকল তান্ত্রিকদের দেখা যায় তাদের প্রত্যেকের যাদু বিদ্যা এসেছে ব্যাবিলন থেকে।
আরেকটি কথা সকলের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাইঃ "তান্ত্রিকরা যাদু টোনার মাধ্যমে যদি কোন মানুষের ক্ষতি করে সেক্ষেত্রেও বিশ্বাস রাখতে হবেঃ আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোন ক্ষতি করার ক্ষমতা রাখে না। তান্ত্রিকরা যাদু টোনার মাধ্যমে মানুষের ক্ষতি করতে পারে এই বিশ্বাস রাখলে শিরক করা হবে।
©somewhere in net ltd.