![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার, আমি আরও বেশী জানতে, শিখতে, অর্জন করতে চাই, মহান আলাহ রব্বুল আলামিনের নিকট চাওয়া, তিনি যেন আমাকে সঠিক জ্ঞান দান করেন
গতকাল জার্মানির টিভি চ্যানেলে টক শো দেখছিলাম। ওদের এলিয়েন ভাষা কিছুই বুঝতে পারছিলাম না। তবে নিচের দিকে ইংলিশ সাবটাইটেল দেখে কিছু কিছু ধারনা পাচ্ছিলাম। ওদের আলোচনার বিষয়বস্তু ছিলঃ হলোকস্ট(Holocaust, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাত্সী বাহিনী কর্তৃক ইহুদি ধর্মাবলম্বীদের উপর যে গণহত্যা চালানো হয় তাকে হলোকস্ট বলে।)
টক শোর মধ্যে একজন দাবি করলঃ ইহুদিরা নাকি শুকৌশলে হিটলারকে দিয়ে এই গণহত্যা ঘটিয়েছে।
কথাটা শুনে বেশ অবাক লাগল। ইহুদিরা স্বজাতিকে হত্যা করার জন্য হিটলারকে অনুরোধ করবে, এটা কিভাবে সম্ভব? এ বিষয়ে একটু ঘাটাঘাটি করতেই হতভম্ব হওয়ার মত অনেক তথ্য পেলামঃ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জার্মানির ইহুদি অধ্যুষিত অঞ্চল গুলোতে সেমেটিক ইহুদি ছিল বেশী পরিমানে। ধর্মান্তরিত ইহুদির সংখ্যা ছিল খুবই কম। ধর্মান্তরিত ইহুদিরা হিটলারের শাসনামলের প্রথম দিকেই হিটলারের সাথে খুব ভাল সম্পর্ক তৈরী করতে সমর্থ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ধর্মান্তরিত ইহুদিরা সেমেটিক ইহুদিদের হত্যা করার জন্য হিটলারকে কুমন্ত্রনা দিতে থাকে। ধর্মান্তরিত ইহুদিদের কথায় সম্মত হয়ে হিটলার নাত্সী বাহিনীকে নির্দেশ দেয় সেমেটিক ইহুদিদের উপর গণহত্যা চালানোর জন্য। তখন নাত্সী বাহিনী সেমেটিক ইহুদিদের ধরে নিয়ে গ্যাটোতে বন্দি রাখত। গ্যাটো হল এক ধরনের বস্তি এলাকা, যেখানে বিপুল পরিমান সেমেটিক ইহুদি গাদাগাদি করে থাকত। তাদের সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে মানবেতর জীবনযাপন করতে হত। অতঃপর গ্যাটো থেকে তাদেরকে মালবাহী ট্রেনে করে শত শত মাইল দূরের এক্সটার্মিনেশন ক্যাম্পে(বধ্যভূমি) নিয়ে যেত। সেখানে তাদের গ্যাস চেম্বারে পুড়িয়ে হত্যা করা হত। হতভাগ্য ইহুদিদের স্মরনে 27 জানুয়ারি আন্তর্জাতিক হলোকস্ট দিবস পালন করা হয়।
হলোকস্ট চলাকালে খ্রিস্টান গির্জার নিরাপদ আশ্রয়ে ধর্মান্তরিত ইহুদিদের সকলকে স্থান দেয়া হয়েছিল এবং সেখানকার গির্জা থেকে ধর্মান্তরিত ইহুদিদের সকলকে খ্রিস্টান হিসাবে ঘোষনা দেয়া হয়। ধর্মান্তরিত ইহুদিদের সকলে ছিল গণহত্যার আওতামুক্ত। এমনকি গ্যাস চেম্বারগুলোতেও ধর্মান্তরিত ইহুদিদের প্রত্যক্ষ সহায়তা ছিল।
©somewhere in net ltd.