নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষ হিসাবে আমার সবচেয়ে বড় পরিচয়: আমি একজন মুসলিম। মুসলিম পরিচয় বিহীন বাঙ্গালী হওয়ার কোন ইচ্ছে আমার নেই।

সত্য খুঁজিয়া বেড়াই

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার, আমি আরও বেশী জানতে, শিখতে, অর্জন করতে চাই, মহান আলাহ রব্বুল আলামিনের নিকট চাওয়া, তিনি যেন আমাকে সঠিক জ্ঞান দান করেন

সত্য খুঁজিয়া বেড়াই › বিস্তারিত পোস্টঃ

কষ্টি পাথর দিয়ে ইসলামিক দল পরীক্ষা

২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০০

যেসব জিহাদী দলকে দেখবেন তেলের প্রতি আকর্ষণ, তেলের নিয়ন্ত্রণ রাখতে চায়, তারা অবশ্যই ফলস ফ্ল্যাগ। আফগানিস্থানের জিহাদে মুজাহিদদের তেলক্ষেত্র খোঁজ করতে দেখা যায় নাই। ফোরাত নদীর সোনার পাহাড় হচ্ছে এই তেল যা নিয়ে যুদ্ধ হবে। প্রতি ১০০ জনে ৯৯ জন মারা যাবে। ঈমানদাররা এই তেল স্পর্শ করবে না। আর আজকে আরামদায়ক জীবন লাভের জন্য আলেম সমাজ এই তেল জায়েজ ফতোয়া দিচ্ছেন। এই আরামদায়ক জীবন মুসলমানদের জিহাদ থেকে ফিরিয়ে রাখে।
যাদের আল্লাহ একচোখ দেন নাই, বরং দুইটি চোখ দিয়েছেন (বাহ্যিক দৃষ্টি এবং অন্তর্দৃষ্টি) তারা ইনশাআল্লাহ অবশ্যই সোনার পাহাড় এবং ফলস ফ্ল্যাগ সনাক্ত করতে পারবেন।
নবী করীম সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন যে,
“ফোরাত নদী তাহার সোনার পাহাড় বাহির করিয়া দিবে । লোকেরা তাহার দখল নিয়া ‍যুদ্ধে লিপ্ত হইবে । তাহাতে শতকরা ৯৯ জন নিহত হইবে । প্রত্যেকেই বলিবে হয়ত আমি বাঁচিয়া যাইব (এবং সোনার পাহাড়ের মালিক হইবে) । ঈমানদারগণের কেউ যেন অবশ্যই তাহা স্পর্শ না করে ” ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.