![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার, আমি আরও বেশী জানতে, শিখতে, অর্জন করতে চাই, মহান আলাহ রব্বুল আলামিনের নিকট চাওয়া, তিনি যেন আমাকে সঠিক জ্ঞান দান করেন
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী (সাঃ) বলেন- কেয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না রোম সম্প্রদায় আমাক অথবা দাবেক প্রান্তরে এসে একত্রিত হবে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে মদিনা থেকে একদল শ্রেষ্ঠ মুসলিম বের হবে। উভয় বাহিনী মুখোমুখি হলে রোমক সম্প্রদায় বলবে- তোমরা সরে যাও! আমরা তাদের হত্যা করতে এসেছি যারা আমাদের থেকে বের হয়ে গেছে (আমাদের কিছুসংখ্যক নারীকেও নিয়ে এসেছে)। মুসলিমগণ তখন বলবে- আমরা আমাদের দ্বীনি ভাইদেরকে কস্মিনকালেও তোমাদের হাতে তুলে দেব না। ফলে তুমুল যুদ্ধ শুরু হয়ে যাবে। এক তৃতীয়াংশ (মুসলিম) পরাজিত হয়ে পালিয়ে যাবে, এদের তওবা আল্লাহ কখনো কবুল করবেন না। এক তৃতীয়াংশ নিহত হয়ে যাবে, আল্লাহর কাছে তারা শ্রেষ্ঠ শহীদের মর্যাদা পাবে। অবশিষ্ট এক-তৃতীয়াংশকে আল্লাহ মহা-বিজয় দান করবেন, ফিতনা কখন-ই এদের গ্রাস করতে পারবেন না। সামনে এগিয়ে তারা কনস্টান্টিনোপল বিজয় করবে। তরবারিগুলো বৃক্ষের সাথে ঝুলিয়ে যুদ্ধলব্ধ সম্পদ বন্টন করতে থাকবে, হঠাৎ শয়তান তাদের মাঝে ঘোষণা করবে- দাজ্জাল তোমাদের পরিবারগুলোকে ধাওয়া করেছে। ঘোষণাটি মিথ্যে হলেও মুসলিমগণ যুদ্ধ- লব্ধ সম্পদ মাটিতে ফেলে দিয়ে স্বদেশ অভিমুখে রওয়ানা হবে। শামে ফিরে আসার পর সত্যি’ই দাজ্জাল বের হয়ে আসবে। (সহীহ মুসলিম/৬৯২৪)
©somewhere in net ltd.