| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ভাল থাকো"
ব্রেকাপের সময় বলা এই কথাটার মানে আসলে কি বোঝায়? ভাল থাকতে হবে তাকে ছাড়া?
ভাল থাকার জন্যই কি তার সাথে থাকাটা জরুরী ছিল না? এই জন্যই কি সম্পর্কটা করা নয়?
এতগুলো দিনের স্মৃতি, রাগ-অভিমান, দষ্টূ-মিষ্টি প্রেমালাপ, অভিযোগ, মিষ্টি হাসি, বিষাক্ত কান্না, আহ্লাদী রাগ ভাঙ্গানো, ছোট্ট ছোট্ট আদর এ সবকিছুই ভুলে ভাল থাকতে হবে?
চেনা গলি দিয়ে যাওয়ার সময় তার গন্ধটা নাকে আসবে। তখন ভাল থাকা যাবে?
চেনা কোন রেস্তোরায় গেলে তার পছন্দের খাবারটার নাম মনে আসবে, তখন ভাল থাকা যাবে?
ফেসবুকে ঢুকে যখন মনের ভুলে প্রিয় মানুষটাকে মেসেজ দিতে গিয়ে দেখবেন তাকে মেসেজ দেয়া যাচ্ছে না, তখন ভাল থাকা যাবে?
দিনে, কাজের ঘোরে ব্যাস্ত সময় পার করে দিলেন। খুব সুন্দর করে "মনে নেই, ভুলে গেছি" অভিনয় করে পার করলেন। রাতের আধারে যখন প্রতিটা নিঃশ্বাসে তার নাম আসবে, তখনও ভাল থাকবেন?
হঠাৎ যখন স্বপ্নে তাকে দেখে ঘুম ভেঙ্গে বসে পড়বেন, তখন ভাল থাকা যাবে?
প্রতিদিনের অভ্যাস, ঘুম থেকে উঠেই তার টেক্সট চেক করা। যখন দেখবেন কোন টেক্সট নেই, মনে পড়বে নাম্বার ব্লক। তখন ভাল থাকবেন?
ফোন ভর্তি একগাদা ছবি তার, প্লে লিস্ট ভর্তি তার পছন্দের গান। ফোনটা হাতে নিয়ে গ্যালারী আর মিউজিক প্লেয়ার ঘাটার সময় সত্যিই কি ভাল থাকবেন?
মেসেজ,ছবি, তার যত স্মৃতি ডিলিট করে দিয়ে পাগলের মত যখন হাস-ফাস করবেন, তখন কি সেটাকে "ভাল আছি" বলা যাবে?
এতকিছুর মাঝে "ভাল" কি সত্যিই থাকা যায়?
শুনুন, এই পৃথিবীতে কেউই সুখি নয়। যে ছেড়ে গেছে সেও সুখে নাই, শুধু তাদের দুঃখের কারণটা ভিন্ন। আপনি বা আপনার অনুপস্থিতি তাদের দুঃখের কারণ নয়। আপনার খবর হয়তবা তারা পাচ্ছে, কিন্তু সেটা একটা "ওঁ" শব্দের উচ্চারণের মাধ্যমেই সীমাবদ্ধ।
কারণ তাদের "ভাল থাক" কথাটার মানে ছিল দূরেই থাক। আপনি তার জীবনে একটা বোঝা হয়ে গেছেন,এটাই সত্য। তার গলার কাটা, এটাই বাস্তবতা। এটা তাদের দোষ নয়। এটা পরিস্থিতি।
দূরেই থাকুন তবে। মানুষের বোঝা হয়ে থাকার তো মানে হয় না? মানতে পারছেন না? যা ইচ্ছা হয় করুণ। মদ খান, গাজা খেয়ে বুঁদ হয়ে থাকুন। আমি মানা করি না। কষ্ট আপনার, সহ্যও আপনাকে করতে হবে। কোন রাস্তা ভাল হবে, আমি বা আমরা বলার কে?
কিন্তু আপনি তাকে কখনই ভুলতে পারবেন না। এটাই বাস্তবতা। শুধু বেঁচে থাকলে পরিস্তিতির পরিবর্তন হতে পারে।
আমি ছেড়ে চলে যাওয়া মানুষের দোষ দেই না। আপনি বলতেই পারেন, "যখন প্রেমটা শুরু হয় তখন কেন মনে ছিল না।" প্রেম শুরু করার সময় আপনিও তো ঠিক মত ভেবে দেখেননি। তাহলে? তার দোষ দিয়ে কি লাভ?
নিজের ভুলের শাস্তি নিজেই ভোগ করুন। অন্যকে দোষ দিয়ে কি লাভ? আমি তো ধোয়ার মাঝেই পাপ মোচন করে যাচ্ছি, আপনিও কিছু একটা দিয়ে পাপ মোচন করুন।
©somewhere in net ltd.