| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি আমি আবদ্ধ নগরীর মাঝে রাত জাগা খোলা জানালায় মাথা রেখে প্রমের গল্প না করি,
তবে কি আমি প্রেমিক নই?
যদি প্রেমিকার নগ্ন শরীরের ভাজে ভাজে গন্ধ না খুঁজে আবৃত বসনে ফুটপাতে হাটি,
তবে কি আমি প্রেমিক নই?
যদি তার কাপড়ের ভাজ না খুলে হৃদয়ের ভাজ খোলায় ব্যাস্ত থাকি,
তবে কি আমি কবি নই?
যদি অনিন্দিতা, ত্রয়ী, মৃন্যয়ীদের মাঝে আমি জয়বুন্ননেসা, করিমুন্নেসার প্রেমগ্রাহী হই,
তবে কি আমি প্রেমিক নই?
যদি খোলা চুলের ভুবন দোলানো চুলের বাকে না হারিয়ে হিজাবে ভেতর ভেপসা গন্ধের প্রেমে পড়ি,
তবে কি আমি প্রেমিক নই?
যদি নায়িকার উত্তেজিত বসনের আলাপচারিতা বন্ধ রেখে পাবলো নেরুদায় বা শহীদ কাদরিতে হারিয়ে যাই,
তবে কি আমি প্রেমিক নই?
যদি মেরুন ফাইব, উইজ খলিফা, যায়ান মালিক রেখে হেমন্ত, ফিরোজা বা মান্না দের সুর তুলি,
তবে কি আমি প্রেমিক নই?
যদি ফুল, কফির কাপ আর বইএর থার্ড রুল মত ফটোগ্রাফি না করে মস্তিষ্কের বুক সেলফ ভরাই,
তবে কি আমি প্রেমিক নই?
যদি লাতে-ক্যাপাচিনো রেখে একটা গোল্ডলিফের সাথে চিনি ছাড়া রঙ চা খাই,
তবে কি আমি প্রেমিক নই?
যদি সুর বাকানো, দাম হাকানো রেস্তোরার নীল রঙ্গা বাতিতে বসন জড়ানো ছবি না তুলি,
তবে কি আমি প্রেমিক নই?
যদি দাত ভাঙ্গা ইংরেজি, ফরাসী উচ্চারণের খাবারের বদলে টংএর পেঁয়াজু, আলুর চপ খাই,
তবে কি আমি প্রেমিক নই?
যদি হিল ভিউ জানালায় চারটি নগ্ন পায়ের স্থলে দুপা দুপা করে পর্বত জয় করি,
তবে কি আমি প্রেমিক নই?
তবে প্রেমিক কারা? আর তার সংজ্ঞা দিয়েছে কে?
তাকে বলে দাও অমন প্রেম রোজ রাতে কাওরান বাজারে ঘন্টা ধরে বিকয়,
আমি তো তেমন প্রেমিক হতে চাইনি,
বরং এমন প্রেম চেয়েছি যা দেখে উপর থেকে সৃষ্টি কর্তা ফেরেশতাদের গর্ব করে বলবে,
এই হল আশরাফুল মাখলুকাত, এদের প্রেম সর্বশ্রেষ্ঠ।
এরাই সর্বশ্রেষ্ঠ প্রেমিক।

©somewhere in net ltd.