নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলায় কথা কই

আমি অতি সাধারণ মানুষ

মুহিত আলম

অনুমতি ব্যতিত কোনো লেখা বা লেখার অংশ কপি করবেন না। এই নিন্দনীয় কাজটা আমিও করি না, আশা করবো আপনিও করবেন না।

মুহিত আলম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশী ধারাভাষ্য

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮

বাংলাদেশী ধারাভাষ্যকারদের নিয়ে অনেক সময়ই ঠাট্টা মস্করা করেছি। তাদের অদ্ভুতুড়ে ধারাভাষ্য হাসির খোরাক জুগিয়েছে বহুবার। তবে আজকে এদের নিয়ে একটু ভিন্ন কথা বলতে ইচ্ছা করছে।



আজ থেকে প্রায় ১৬ বছর আগের কথা। তখন আমি ক্লাস ফাইভে পড়ি। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাংলাদেশ মালয়েশিয়া গেছে। কোন চ্যানেল এই খেলা দেখায় না, ইন্টারনেট কি বস্তু তাও এদেশের কেউ জানে না। একমাত্র ভরসা রেডিও। অফিস আদালতে, কলেজ ভার্সিটিতে- সবার কানে ছোট ছোট রেডিও। রাস্তাঘাটে বের হলে দেখা যায় মানুষ কানে রেডিও লাগিয়ে ঘুরছে। সবাই খেলা শুনছে। এই ধারাভাষ্যকাররাই আমাদের শুনিয়েছে বিশ্বকাপে যাওয়ার কথা। প্রতিটি বলের লাইভ আপডেট আমরা পেয়েছি এদের কাছ থেকে। এখনো মনে পড়ে কেনিয়ার সাথে সেই ফাইনাল ম্যাচের কথা- যখন এক বলে এক রান, শান্ত বল ঠেলে দিয়েই দৌড় শুরু করে, আর ধারাভাষ্যকার উত্তেজনার চোটে প্রায় ১৫ থেকে ২০ সেকেন্ড কিছু বলতেই পারেনি। কি দীর্ঘ সেই ১৫-২০ সেকেন্ড!



আজকে প্রায় পুরোটা খেলা আমি রেডিওতে শুনেছি। অফিসের অনেকেই কানে হেডফোন লাগিয়ে খেলা শুনেছে। নাসির-গাজী যখন চার-ছয় মারছিল, অফিসে আমরা সবাই লাফালাফি করছিলাম। সে এক অসাধারণ মুহূর্ত!



Hats off to u guys. U gave us some unforgettable moments. Those moments only come in a lifetime!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:১৪

ভোরের সূর্য বলেছেন: আজ থেকে প্রায় ১৬ বছর আগের কথা। তখন আমি ক্লাস ফাইভে পড়ি। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাংলাদেশ মালয়েশিয়া গেছে। কোন চ্যানেল এই খেলা দেখায় না, ইন্টারনেট কি বস্তু তাও এদেশের কেউ জানে না।

ভাই আজ থেকে ১৬ বছর আগে খুব সহজলভ্য বা প্রচলিত না হলেও বাংলাদেশের মানুষ জানতো ইন্টারনেট কি জিনিস।১৬ বছর আগে মানে ১৯৯৭ সালের কথা বলছেন আপনি।আমি নিজেই Mirc এবং ইয়াহু এবং এমএসএন/হটমেইলে চ্যাট করতাম ঢাকায়।তখন ঢাকায় কয়েকটি ইন্টারনেট ক্যাফেও তৈরি হয়েছিল।ধানমন্ডি প্লাজায় Bluplanet Cyber Cafe নামের একটা ক্যাফে ছিল ওরা link3 এর ডায়াল আপ কানেকশন দিয়ে ক্যাফে চালাতো।এছাড়া ফার্মগেটের গ্রিন রোডে ফোন,ফ্যাক্স এর দোকানে ইমেইল করা যেত ২০টাকায়।

১৯৯৭ সালে বাংলাদেশ যে ট্রফি খেলতে গিয়েছিল সেটার নাম ছিল শুধু আইসিসি ট্রফি।
আর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি প্রথমে শুরু হয়েছিল বাংলাদেশে ১৯৯৮সালে তখন সেটার নাম ছিল ICC KnockOut Trophy এবং সেবার বাংলাদেশ শুধু হোস্ট ছিল।খেলতে পারে নাই। ২০০২ সালে এটার নাম হয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আর এ বছর ছিল এই টুর্নামেন্টের শেষ বছর।

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

হাসান মাহবুব বলেছেন: সেই রেডিও দিনগুলোর স্মৃতি এখনও ঝকঝকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.