নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম আশিক ঝিনাইদহ

এম আশিক

raozan, chittagong, bangladesh

এম আশিক › বিস্তারিত পোস্টঃ

মাইজভান্ডারী ধর্মমত (1)

১১ ই জুন, ২০১২ বিকাল ৫:৫১

ভান্ডারী একটা আলাদা ধর্ম। এরা নিজেদের মুসলমান দাবী করলেও তারা কখনই মুসলমান হতে পারেনা। একজন মুসলমানকে আল্লাহ সম্পর্কে যতক্ষন পর্যন্ত এই ধারণা না হবে যে আল্লাহ সকল ক্ষমতার মালিক অন্য কেউ তাঁর সমকক্ষ নেই।ততক্ষন সে ঈমানদার হতে পারেনা। অথচ মাইজভান্ডারের দেয়ালে ওরা লিখে রেখেছে ( আমি স্রষ্টার গুনে গুনাম্বিত, তাই প্রকৃতির মত নিরব। গোলামুর রহমান মাইজভান্ডারী) {যে কেহ আমার কাছে সাহায্য প্রার্থনা করিবে আমি তাকে উন্মুক্ত সাহায্য দান করিব। আহমদুল্লাহ মাইজভান্ডারী} ইত্যাদি। লক্ষ করুন একজন মানুষ কিভাবে স্রষ্টার গুনে গুনাম্বিত হয়? আর একজন মুসলমান কি ভাবে আল্লাহ ছাড়া মানুষের কাছে প্রার্থনা করতে পার? ভান্ডারিরা ভন্ড নবি গোলাম আহমদ কাদিয়ানীর ভায়ের শিষ্য ইংরেজদের সুনজরে পালিত ও পুরষ্কার প্রাপ্ত আহমদ রেজা খানের অনুসারী(রিজভী)। তারা তাকে আলা হযরত নামে স্মরণ করে।

post 2 here Click This Link

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৭

অসাধু বালক বলেছেন: ভন্ড থেকে ভান্ডারি।

২| ১১ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩১

বাকরুদ্ধ আমি বলেছেন: শালার ভন্ডদের ভন্ডামি

৩| ১১ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩১

বাকরুদ্ধ আমি বলেছেন: শালার ভন্ডদের ভন্ডামি

৪| ১১ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৬

এম আশিক বলেছেন: মাইজভান্ডারের প্রথম পীর আহমদুল্লাহ সাহেব একজন সুফী সাধক আলেম ছিলেন। তাকে কেন্দ্র করে পরবর্তিতে ভন্ডরা ভন্ডামী শুরু করে তার নাম ভাংগিয়ে মাইজভান্ডার দরবার নামে ভান্ডার শির্ক বানায়।

৫| ১১ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

এম আশিক বলেছেন: মাইজভান্ডারের অর্থ মধ্যভান্ডার অর্থাৎ পেট যেটা শরিরের মধ্যখানে অবস্থিত। তারা যেহেতু পেটের জন্যই ধর্ম পরিবর্তন করেছে তাই মাইজভান্ডার নাম য্থার্থ হয়েছে।

৬| ১১ ই জুন, ২০১২ রাত ৯:৫৮

জলন্ত-বিশ্ব বলেছেন: পীরতন্ত্র নিপাত যাক। সব পীরই ভন্ড।

৭| ১১ ই জুন, ২০১২ রাত ১১:৩৩

এম আবু জাফর বলেছেন: ভন্ড পীরই নিপাত যাক

৮| ১২ ই জুন, ২০১২ দুপুর ১:২৫

এম আশিক বলেছেন: সব পীর যদি ভন্ড হয় তাহলে আপনাদের শায়েখ আঃ ওয়াহাব নজদীর মত কুক্ষ্যাত দানব। শায়েখ আঃ রহমানের মত কুক্ষ্যাত সন্ত্রাস, বাংলা ভাই ডঃ গালিবের মত মানুষের জন্য আপনাদের শায়েখ বিনবাজ, তাইমিয়া বরতমান শায়েখ মতিউর রহমান মাদানী কে সন্ত্রাসী বলা উচিৎ। বরং উত্তম। @jb

৯| ২০ শে জুন, ২০১২ রাত ৮:০১

এম আশিক বলেছেন: http://www.youtube.com/watch?v=m16yhCMCyp8&sns

১০| ২০ শে জুন, ২০১২ রাত ৮:১৪

রঙ্গভরা বঙ্গদেশী বলেছেন: ওখানকার নব্য গজিয়ে ওঠা বিল্ডিং আর পীরদের মাজারের কারখানা দেখলে বোঝা যায় এই পীরগিরির মাধ্যমে কি পরিমাণ অর্থ তারা উপার্জন করতেছে। দুনিয়ার একনম্বর ধর্ম ব্যাবসায়ী হচ্ছে ওই হারামী গুলো। ওদের নারীদের চলাফেরা পাশ্চাত্যের নারীদের মতো
পীর আহমদুল্লাহ'র মাজার


পীর দাবিকারি জিয়াউল হকের মাজার



দেখেন কি পাব্লিকের কাছ থেকে কামানো টাকার কি শ্রাদ্ধ!

১১| ২৭ শে জুন, ২০১২ রাত ১২:০২

এম আশিক বলেছেন: যে গোসল করেনা গা থেকে পাঠা ছাগলের গন্ধ বের হয় সে হল বাবা। যে ল্যাংটা হয়ে বসে থাকে সে আরেকটু উপর পর্যায়ের ল্যাংটা বাবা । আর যে নামাজ কালাম অজু গোসল কিছুই করেনা তারা হল আরো বড় হুজুর কেবলা, বিশ্ব অলী শাহেন শাহ। ভক্তরা সপ্তায় ১দিন গোসল করিয়ে সেই পানি ১টাকা গ্লাস বিক্রি করে। ঐ পানি খেলে নাকি রোগ ভাল হয় তাহলে মাজারের ভিতরে এত অ্যালোপ্যাথি হোমীও দোকান কেন।

১২| ০৬ ই জুলাই, ২০১২ রাত ১১:১৩

এম আশিক বলেছেন: http://www.youtube.com/watch?v=m16yhCMCyp8&sns

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমি স্রষ্টার গুনে গুনাম্বিত, তাই প্রকৃতির মত নিরব। গোলামুর রহমান মাইজভান্ডারী...

একটামাত্র প্রশ্ন করব জনাব। এই আয়াতের ভিত্তিতে বলবেন, এই কথায় ভুল কোথায়।

বিতর্ক করি না।

আল্লাহ কি বলেন নাই, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও?

(যা প্রচার করছেন তার ভার হাশরে আপনাকেই বহন করতে হবে।)

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:০৫

এম আশিক বলেছেন: সঠিক ব্যখ্যাগুলো আপনার জানা থাকলে তা প্রকাশ করুন। জানার পরেও যদি প্রকাশ না করেন এর দায়ে হাসরে আপনার মাথা কে বার বার চূর্ণ বিচূর্ণ করা হবে। পরবর্তি পোস্টের জন্য Click This Link

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:৫৭

নজিবুল্লাহ বলেছেন: Click This Link

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৪

শরীফ িবিড বলেছেন: গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমি স্রষ্টার গুনে গুনাম্বিত, তাই প্রকৃতির মত নিরব। গোলামুর রহমান মাইজভান্ডারী...

একটামাত্র প্রশ্ন করব জনাব। এই আয়াতের ভিত্তিতে বলবেন, এই কথায় ভুল কোথায়।

ইসলামে আধ্যাত্বিকতার বিভিন্ন লেভেলের ওলি বা বুজুর্গদের নাম আমরা পাই। সাধনার মাধ্যমে তারা একেক জন একেক স্তরে উন্নিত হয়েছিলেন। একে মারেফত বা তাছাউফ এর স্তর বলা যেতে পারে। মারেফত মানে গুপ্ত।তাই এই জ্ঞান গুপ্ত রাখার নিয়ম এ কারনে যে এর মাধ্যমে প্রাপ্ত জ্ঞানএর অর্থ সাধারনের বোঝার সাধ্য নেই। এর ফলে ভুল বোঝার সম্ভাবনা রয়েছে যা অনেক ক্ষেত্রে মারাত্বক ক্ষতি হতে পারে। সে জন্য যারা সত্যিকার বুজুর্গ তারা তা জনসমক্ষে প্রকাশ করেন না।
উপরোক্ত পীর গোলামুর রহমান মাইজভান্ডারী হয়ত স্রষ্টার গুনে গুনাম্বিত হয়েছিলেন কিন্তু তা সাধারনের পক্ষে বোঝা সম্ভব নয় বিধায় তা প্রকাশ করা উচিত নয় কারন এর ফলে কিছু মানূষ তাকে অতিমানবীয় ভেবে বিভ্রান্ত হয়ে স্রষ্টার সাথে শরিক করা শুরু করেছে। আর সেটাই হচ্ছে ভুল।

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:২৭

এম আশিক বলেছেন: সাধনার ফলে আল্লাহ'র পক্ষ থেকে যে আধ্যাত্বিক শক্তি অর্জন হয় তাকে বলা হয় বেলায়ত। কিন্তু তা কখনও নিজের অধীনে থাকেনা। বা প্রকাশ করা যায়না। কখনো কখনো আল্লাহর ইচ্ছায় তা প্রকাশ হয়।
যারা তা প্রকাশ করতে পারে বলে দাবী করে, বুঝতে হবে তাদের কাছে আসলেই বেলায়ত নেই। তারা ব্যবসার জন্য বিভিন্ন দাবী করে উপস্থাপন করে। তারা ভন্ড।
একারণে পীর বা সুফী কে দুই ভাগে ভাগ করা যায় ১) যাদের কাজকর্ম, কথা-বার্তা শরিয়ত মোতাবেক হয় তারা মূল ধারার সূফী।
২) যাদের কাজকর্ম, কথা-বার্তা শরিয়তের বাইরে তারা হল দুষ্টু ধারার সূফী। একারণে দুষ্টু ধারার ভন্ড সুফীরা নিজেদের কুকির্তী আড়াল করতে; বলে থাকে শরিয়তে যা নাজায়েজ , মারেফাতে তা জায়েজ। তারা বুঝাতে চায় শরিয়ত এক জিনিস আর মারেফাত অন্য জিনিস। কিন্তু শরিয়ত মারেফাত একটি অপরটি থেকে পৃথক নয়। আসলে দুষ্টু ধারার কেউ তারা কোন পীর / সুফী কিছুই না। তারা ভন্ড।
আমার জানা মতে মাইজভান্ডারের প্রথম পীর হযরত আহমাদুল্লাহ রহঃ একজন শরিয়তের পাবন্দ আলেম ছিলেন। তার ইন্তেকালের পরপরই তার নিজের সন্তান নয় তার ভাতিজা ও নাতি ছেলেরা তার নামে অসংখ্য মিথ্যা দাবী চালু করেছে, যা তিনি বলেননি। এবং মাজার কেন্দ্রিক ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য তারা রেজাখানী বেদাতী মতাদর্শ গ্রহন করে। তারা মানুষকে দুই দলে বিভক্ত করে ফেলে। তাদের শরিয়ত বিরোধী কাজকর্মে যারা বাধা দিত তাদেরকে রেজাখানীরা যেভাবে ওহাবী অপবাদ লাগিয়ে দেয়। ঠিক এরাও তাদেরকে ওহাবী বলে তিরস্কার করতে থাকে। তখন থেকে ওই স্থানের মানুষ দুই ভাগ হয়ে যায়। এখানে মজার ব্যাপার হলঃ যারা তাদের কাজে বাধা দেয় তারা হল দেওবন্দী; আহমাদুল্লাহ সাহেব নিজেও দেওবন্দী ছিলেন। তিনি দেওবন্দে উচ্চ শিক্ষা লাভ করেছেন। এবং তিনি যে লেখাপড়া করেছেন তা তাদের অনেক প্রবিন মুরিদগণ স্বীকার করে এবং দেওবন্দের তাজকারায়ে দেওবন্দ নামক স্মারকে ফজিলত প্রাপ্ত ছাত্রদের তালিকায় এখনো তার নাম রয়েছে। অথচ বর্তমানে তার আওলাদরা তা অস্বীকার করছে এবং দেওবন্দী উলামায়ে কেরাম কে ওহাবী, কাফের ইত্যাদী বলে গালাগালি করে থাকে।আর তাদের সামনে কুরান হাদিস উপস্থাপন করা মানে কুরআন হাদিসের অবমাননা করা।মানবে তো না ই। এমন অশ্লীল ভাষায় গালাগালী করবে যা কোন সামান্য ঈমান ওয়ালা মানুষও বলতে পারেনা।

১৮| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭

আমি তুমি আমরা বলেছেন: ভন্ড পীরেরা নিপাত যাক।

১৯| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৪০

2013 বলেছেন: যেই ব্যাপারে জানেন না সেই ব্যাপারে মন্তব্য করা ঠিক নয়।
আপনার কাজ-কর্মের হিসাব আপনাকে দিতে হবে। তাই নিজের কাজ কর্মের হিসাব করেন। সব কিছু ঠিক-ঠাক মত হচ্ছে কিনা।

দুনিয়াতে যারা ওলি-আউলিয়া হিসেবে প্রকাশ পায় তাদের ব্যাপারে মন্তব্য করার আগে বুঝে-শুনে মন্তব্য করতে হবে। আল্লাহ ও তার প্রিয় পাত্র (বন্ধু) / ওলি-আউলিয়া চেনা সকলের পক্ষে খুবই কঠিন। যদি প্রকৃত কোন ওলি-আউলিয়া এর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন তাহলে বুঝতেই পারছেন কি হবে। আল্লাহ নিশ্চয়ই আপনাকে রশমাইল খাওয়াবেন না।



আপনি যদি আপনার বাথ রুমে বসে আল্লাহ এর বিরুদ্ধে কোন আপত্তিকর কথা বলেন তবে তা আল্লাহ শুনবেন। সেই অপরাধের বিচার অবশ্যই হবে।
আর যদি আল্লাহর কোন প্রেমিক এর সামনে আল্লাহর বিরুদ্ধচারণ করেন তবে তার বিচার প্রথমটার থেকেউ অনেক বেশি কঠিন হবে।
তাই সাবধান, সাবধান, সাবধান।
আশা করি শুধরাবেন।

২০| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: সরকারের উচিত এসমস্ত ভন্ডদের বিরুদ্ধে বিচারের ব্যাবস্থা করা।

২১| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:২১

এম আশিক বলেছেন: 2013ভাই! পীর মুরিদী সম্পর্কে আমার জানা আছে আলহাম্দু লিল্লাহ। আমি পীর আওলিয়াগণের বির উদ্ধে কিছু বলিনি বলেছি পীরমুরিদির নামে ভন্ডামীর কথা।

২২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

মোঃ জাহিদ বলেছেন: এম আশিক ভাই, একজন মানবিক শাখার ছাত্র কখনো বিজ্ঞান শাখার অবিশ্বাস্য উক্তিগুলো মেনে নিবেনা, কারণ সে মানবীকে দক্ষ বিজ্ঞানে নয়।
তাই মানবিক শাখার ছাত্র বিজ্ঞান নিয়ে নাকচুলকানো
এ প্রকার বলদামী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.