![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই আমারে ছুইয়া তিন সত্যি কর,
ছাইড়া যাবি না আমারে কোনদিন।
যদি ছাইড়া যাস,যদি না শুধিস আমার ঋণ,
অভিশাপ দেই,পথেপথে ঘুরবি তুই,পাইবি না ঘর।
তোরে আমি যত ভালবাসি,করি যত আদর,
ভাবিস আর কোথাও এত পাবি করলে আমারে পর?
ভাবিস না এত সহজেই পার পাবি,
মইরা গেলেও তোরে সাথে নিমু আমি।
হাসিস ক্যান?
আমার কথায় কেবল যেনি মজাই পাস তুই?
বুকে হাত রাইখা সত্যি কইরা ক,
ক্যামনে রবি যদি তোরে আমি আর না ছুই?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৩
মুখচোরা কথক বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩০
সোজা কথা বলেছেন: কেমন জানি। আঞ্চলিক ভাষাময়!