নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারেও হাতড়ে বেড়াই নিজের ছায়া

মুখচোরা কথক

কিছুই তো জানি না। কবে যে নিজেকে চিনতে পারব........।

মুখচোরা কথক › বিস্তারিত পোস্টঃ

আমার আপনার পরিণতিও হুমায়ূন,রাজীব,অভিজিৎ দের মত পারে,সময় থাকতে একতাবদ্ধ হোন

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১২

ধর্ম নাকি উদারতা শেখায়,ভালবাসতে শেখায়,শান্তিতে বাচতে শেখায়।
উদারতা কি?ভালবাসা কি?শান্তি কি?

কারো সাথে মতের অমিল হলেই হত্যা কি ধর্মের শিক্ষা?নিজের ধর্ম শ্রেষ্ঠ এটা প্রতিষ্ঠা করতে নির্বিচারে হত্যা এটাই কি ধর্মের শিক্ষা?বাইরের কথা বাদ,আমাদের দেশেই যে হুমায়ূন আজাদ,রাজীব হায়দার সবশেষে অভিজিৎ রায়কে হত্যা করা হল,কেন এই হত্যাকান্ড?তারা ধর্মবিদ্বেষী,তারা ইসলামের নামে যাতা বলেছে,নবীকে(সাঃ)অপমান করেছে এই জন্য?এই হত্যাকান্ডে ইসলামের কি লাভ হবে?ভয় দেখিয়ে কোন মতবাদ দমানো যায় না।যুক্তি দিয়ে যুক্তির মোকাবেলা করতে হয়।আর অস্ত্র তখনি ব্যাবহার হয় যখন যুক্তি দিয়ে যুক্তিকে খন্ডানো যায় না।এখন কি এটাই প্রমানিত হয়ে গেল না যে,অভিজিৎ রায়রা এই শূয়রদের চেয়ে বেশি যোক্তিক?যুক্তি,মুক্তবুদ্ধি,মানবতা এসবেই যত ভয় মৌলবাদীদের।

এখন সময় একতাবদ্ধ হবার,এখনি এই শকুনদের সমূল উৎপাটন না করা গেলে তাদের পরবর্তী টার্গেট হবেন আপনি,আমি,আপনার আমার সন্তান।এরা বারছে আপনার আমার আশেপাশে,ধীরেধীরে বিষ জমাচ্ছে দাতে আমাদেরকেই ঘায়েল করতে।আর মৌন প্রতিবাদ নয় এবার হোক প্রতিরোধ।

ধর্ম তাদেরই থাকতে পারে যারা মানুষ,এই নৃশংস হত্যাকান্ড যারা ঘটিয়েছে তাদের কোনভাবেই মানুষ বলা যায় না।যাদের মানবতাই নেই তাদের আবার ধর্ম কি?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


ভয়ংকর দিন আসছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

মুখচোরা কথক বলেছেন: এর থেকে ভয়ংকর,বর্বর আর কি হতে পারে?খোলা রাস্তায় প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে কুপিয়ে হত্যা করা হল,সাহায্যের জন্য এগিয়ে এল না কেও।কি নৃশংস,এই আমাদের দেশ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

শিখা আমিন বলেছেন: লেখাটি পড়ে খুব ভালো লাগলো।কারন আজ আমিও ঠিক এমন করেই ভেবেছি,লিখব বলে সুযোগ খুঁজছিলাম।ইসলাম বা মুসলিমের ইমান এত ঠুনকো নয়,কারো যুকতিতে তা ধংস হয়ে যাবে।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: একতার কথা মানলাম একতাবদ্ধ হয়ে কি করবে ?

ইসলামের বিপক্ষে লিখবে? লিখে লিখে দুদল হয়ে দেশটাকে যুদ্ধক্ষেত্র বানাবে?

মুক্তমনা মানে কি? পাগলের প্রলাপ?

পুরো ব্লগারদের সম্পর্কে বাজে একটা ধারণা সৃষ্টি করা ?

আমি অভিজিৎ হত্যার বিচার চাইতে পারি ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২২

মুখচোরা কথক বলেছেন: একতাবদ্ধ হোন,যদি আপনি শান্তিকামী হোন,যদি আপনি উদার হোন।যদি আপনার মনাবতা থাকে তবে একতাবদ্ধ হোন।এই হত্যা,নৃশংসতা,অমানবিকতার বিরুদ্ধে একতাবদ্ধ হোন।
আপনি নাস্তিক বা আস্তিক যাই হোন বাচার জন্য একতাবদ্ধ হোন।একতাবদ্ধ হোন ভালবাসার অধিকারের জন্য,পৃথিবীর মুক্ত আলোবাতাসের জন্য,চিন্তার,মতপ্রকাশের স্বাধীনতার জন্য একতাবদ্ধ হোন।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: এই দেশটাকে মৌলবাদী চক্র আর এই উচ্ছাভিলাষী জ্ঞানপাপীরা জাহান্নাম বানিয়ে দিল ।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৯

মেরা নাম চোকার্স বলেছেন: কাউকে খুন করে আমরা নিজেদের মুসলিম পরিচয় দিতে পারি না।
ওদের জন্য লজ্জা ছাড়া আর কিছু বলতে পারছি না

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৪

অমিত রায়হান বলেছেন: ফারাবি সফিউর তো অভিজিৎ রায় কে আগে থেকেই টার্গেট করে রেখেছেন। আমার দৃঢ় বিশ্বাস এই বেজন্মা টাই মেরেছে। ইসলাম রক্ষার মহান আন্দোলনে ব্রত আল্লাহর বান্দা পেয়ারে নবির উম্মত সব পারে। কল্লা কতল মনে হয় তার একটা নিদর্শন। ভয়ংকর দিন আসছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.