নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারেও হাতড়ে বেড়াই নিজের ছায়া

মুখচোরা কথক

কিছুই তো জানি না। কবে যে নিজেকে চিনতে পারব........।

মুখচোরা কথক › বিস্তারিত পোস্টঃ

রাবিশ,বোগাস আর স্টুপিড সমগ্র

০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৭

-ওই,রাবিশের বাচ্চারা,কারা তোরা?কিসের আন্দোলন করিস?
-স্যার আমরা সবাই ছাত্র,বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে পড়ি।স্যার আমাদের ভ্যাট......
-কি বলিস এইগুলা,যত্তসব বোগাস কথাবার্তা।তোরা ছাত্র হইলি কেমনে?তোরা সব তো টাকা দিয়া শিক্ষা,সার্টিফিকেট কিনস।
-স্যার,শিক্ষা কি পন্য যে কিনব?
-কিনস না?তাইলে প্রত্যেক সেমিস্টারে কাড়িকাড়ি টাকা দিস কাকে?
-স্যার,আমরা টাকা দেই কারন আমাদের শিক্ষিত করতে আপনাদের যে দায়িত্ব তা পালনে আপনারা ব্যার্থ।আপনাদের যে অবকাঠামো আর পরিকল্পনা গ্রহন করা উচিত ছিল,তা প্রণয়নে আপনারা ব্যার্থ।আমদের টাকা দিয়ে পড়তে হয় কারন এই যুগে আপনাদের কল্যাণে Education is not free.এমনিতেই পড়ালেখার খরচ যোগাতে পরিবার হিমসিম খাচ্ছে,তারউপর ভ্যাট.........
-তোরা সব আটার্লি ননসেনস,পরিবারের কথা আমাকে বলছিস কেন?তোদের ফ্যামেলি পানিতে ডুবে মরলে আমার কি যায় আসে?
-স্যার এতগুলো টাকা...
-স্টুপিডের মত কথা বলবি না,জানিস না আমার কাছে দশ হাজার কোটি টাকাও কিছুই ন।তাই পড়তে চাইলে ভ্যাট দিয়া পড়,নাহলে কামলা দিয়া খা।তোরা অল বিলংস টু আবরজনা,হে,হে,হে......
-সরি,স্যার।উই আর একদম ফেড আপ স্যার।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৬

মহান অতন্দ্র বলেছেন: দুঃখজনক। প্রতিবাদ হওয়া উচিৎ।

২| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৯

মুখচোরা কথক বলেছেন: প্রতিবাদ কে করবে?আর প্রতিবাদের ফলাফলই বা কি হবে?উনারা যা বলবেন তাই আইন এখন।আশা করি উনাদের সুমতি হবে।

৩| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৯

সুমন কর বলেছেন: মজা করেই লিখেছেন।

ভ্যাট তুলে নেওয়া হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.