![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তার। একজন অতি সাধারন মানুষ। মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভালো লাগে খেলাধূলা করতে, দেশের রাজনীতি নিয়ে গবেষণা করতে, বই পড়তে। সব সময়ই সিদ্ধান্তহীনতায় ভুগি, এমনকি আমার প্রোফাইল বৃত্তান্ত লিখতে গিয়েও। একটি ব্যাপার নিশ্চিত, আমার দেশকে ভালবাসি, নিজের জীবনের চেয়েও বেশী।
→→ একটি সত্য ঘটনা অবলম্বনে →→
আমার মার একটি চোখ ছিল । আমি তাকে দেখতেই পারতাম না । সব জায়গাতেই তার জন্য আমার লজ্জা পেতে হত । তার বিদঘুটে চেহারা দেখে সবাই আমাকে উপহাস করত ।
আমি সবসময়ই বলতাম যে তুমি মরতে পারনা ?? তোমার জন্য আর কত হাস্যকর পাত্রে পরিণত হব আমি ??
যাই হোক, এক সময় আমি উচ্চশিক্ষার জন্য বাহিরে পড়তে গেলাম । সেখানে সফল ভাবে প্রতিষ্ঠিত হয়ে আমি বিয়ে করলাম । আমি আমার স্ত্রী আর ২ টি মেয়ে নিয়ে বেশ ভালই সুখে ছিলাম ।
একদিন মা আমার সাথে দেখা করার জন্য আসলেন । এত বছরের মধ্যে আমার বা আমার পরিবারের কারো সাথে মার দেখা হয় নাই । মা যখন দরজার সামনে দাঁড়ালেন, তখন আমার সন্তানেরা মা'কে দেখে হেসে ফেলল । আমি লজ্জায় তখন তাকে ধমক দিয়ে বললাম ,"কে আপনি ? এখানে কেন এসেছেন ? আপনার সাহস কত যে আপনি আমার সন্তানদের ভয় দেখাচ্ছেন ? "
মা বুঝতে পেরে বলল, ওহ ! দুঃখিত । আমি ভুল জায়গায় এসেছি ।
কিছুদিন পর আমি এক নিকট প্রতিবেশীর কাছে খবর পেলাম যে আমার মা মারা গেছে । আমার মাঝে তেমন কোন প্রতিক্রিয়া হলনা । আমি গেলাম আমাদের সেই পুরনো বাড়িতে ।
একজন প্রতিবেশী আমাকে একটি চিঠি দিয়ে বলল যে আমার মা আমার কাছে দিতে বলেছেন ।
আমি চিঠিটি পড়া শুরু করলাম । >>>>>
" আমার প্রানপ্রিয় পুত্র ,
আমি সবসময় তোমাকে নিয়েই ভাবি । আমি অতিশয় লজ্জিত যে আমি তোমার সন্তানদের ভয় দেখিয়েছিলাম ।
আমি খুবই দুঃখিত যে আমি সবসময়ই তোমাকে হাসির পাত্রে পরিণত করেছি ।
দেখ, আসলে তুমি ছোটবেলায় খুবই ভয়ংকর এক্সিডেন্ট করেছিলে, যার জন্য তোমার একটি চোখ নষ্ট হয়ে যায়। মা হিসেবে আমি তা মানতে পারিনি । তাই আমি তোমাকে আমার একটি চোখ দিয়ে দিই।
আমি মা হিসেবে খুবই আনন্দিত যে আমার ছেলে এই দুনিয়াকে প্রানভরে দেখছে ।
তোমাকে আমি অনেক ভালবাসি ।
তোমার মা ।"
আমার কিছুই বলার নেই। একটা কথাই বলবো, মা-বাবার প্রতি বিরূপ না হয়ে তাঁদের প্রতি ভালোবাসা দেখান। তাঁদের মনে কষ্ট দিয়েন না।
(একটি ইংরেজি আর্টিকেল থেকে অনুবাদকৃত)
১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৯
একজন নবিস ব্লগার বলেছেন: ঠিক বলেছেন। আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১৪
কথাফাজিল বলেছেন:
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১৪
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: "মা"
এক শব্দটা ব্যাপ্তি যে কতটা তা বলে শেষ করতে পারবো না,
মাকে ছাড়া আমার সব কিছুই যেন অর্থহীন,আমি নিজেই অর্থহীন "মা"কে ছাড়া
নিজের থেকেও অনেক অনেক গুন বেশী ভালোবাসি আমার "মা"কে
পৃথীবির সব "মা"রা যেন ভালো থাকে
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২২
কাকঁন বলেছেন: A man came to the Prophet and said, ‘O Messenger of God! Who among the people is the most worthy of my good companionship? The Prophet said: Your mother. The man said, ‘Then who?' The Prophet said: Then your mother. The man further asked, ‘Then who?' The Prophet said: Then your mother. The man asked again, ‘Then who?' The Prophet said: Then your father. (Bukhari, Muslim).
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২৫
চেয়ারম্যান০০৭ বলেছেন: মায়ের তুলনা কেবল মা।
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০০
শিশিরের শব্দ বলেছেন: Monta kharap hoye gelo..bashai jete iccha krse
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০৯
রূম্মান বলেছেন: মায়ের তুলনা কেবল মা।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪৮
ভিয়েনাস বলেছেন: সন্তানের জন্য মা পারেনা এমন কোন কাজ নেই
চেয়ারম্যান০০৭ বলেছেন: মায়ের তুলনা কেবল মা।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৩৪
শোশমিতা বলেছেন: আমাদের জীবনে মায়ের ভূমিকা অপরিসীম । এটা আমরা সবাই জানি কিন্তু সময় মতো বুঝতে পারি না ।
ছেলে আমার মস্ত মানুষ,মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার।
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি।
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!
আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরনো,ফ্ল্যাটে রাখা যায় না।
ওর বাবার ছবি,ঘড়ি-ছড়ি,বিদেয় হলো তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো, পোষা বুড়ো ময়না।
স্বামী-স্ত্রী আর আ্যালসেশিয়ান-জায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!
নিজের হাতে ভাত খেতে পারতো নাকো খোকা
বলতাম আমি না থাকলে কি করবি রে বোকা?
ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে-
খোকা বোধ হয় আর কাঁদে না,নেই বুঝি আর মনে।
ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে
দু’হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে
দু’হাত আজো খুঁজে,ভুলে যায় যে একদম-
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম!
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৭
কলমবাঁশ বলেছেন: আমি চাকুরির সুবাদে ঢাকায় থাকতে হয় বলে আমার মা এবং বাবা এবার পিঠা খায় নাই। বাসায় মেহমানদের খাইয়েছে কিন্তু তারা মুখেও দেয়নি। আমি তাদের বারবার বলেছি কিন্তু খায় নাই। পরে বাধ্য হয়ে আমাকে বাসায় যেতে হয়েছে তারপর আবার পিঠা-পুলি তৈরী করেছে এবং একসাথে সবাই খেয়েছি। পৃথিবীতে মা-বাবার তুলনা আর হয় না। তাদের ঋণ কখনই শোধ হবার নয়। ভয় হয় কখন জানি আমার এ সম্পদ আমি হারিয়ে ফেলি।
১১| ০৬ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৪৩
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৪
ফয়সল আহমদ বলেছেন: এটি মায়ের ভালোবাসার খুব সাধারন একটি উদাহরন,,,,,, সন্তানের জন্য মায়ের ত্যাগ আরোও কঠিন উদাহরন আমাদের সবার জীবনেই আছে..
ধন্যবাদ আপনাকে সুন্দর লেখার জন্য.।