নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুখ ও মুখোশ ব্লগ

মুখ ও মুখোশ

প্রতিটি মানুষের মনে কষ্ট রয়েছে, শধু সেই কষ্টগুলো চেপে রাখার ধরন ভিন্ন ।। বোকা মানুষ কান্নার মাধ্যমে চেপে রাখে , আর বুদ্ধিমানেরা হাসি দিয়ে............

মুখ ও মুখোশ › বিস্তারিত পোস্টঃ

”Happy Anniversary“ হে প্রিয়তমা....................

২০ শে জুন, ২০১২ বিকাল ৩:৫৩

গতকাল স্বাভাবিক সময়ের চেয়ে একটু আগেই ঘুমিয়ে পড়েছিলাম। এরকমটা সাধারনত হয় না। আমাদের দুটো পরী আছে, তাদেরকে নিয়ে এই সেই করতে করতেই কখন যে ১২টা/১টা বেজে যায় টেরই পাই না। গতকালটা ছিল তার ব্যতিক্রম। কেন জানি! গত রাতে একটু তাড়াতাড়িই রাতের খাবারটা সেরে ফেলেছিলাম। তারপর বিছানায় শুয়ে শুয়ে খবরের কাগজটা পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম টেরই পাইনি। সকালবেলা ঘুম ভ‍াঙ্গে আমার বউ এর আলতো ভালবাসার পরশে। চোখ মেলতেই সে বলে উঠল ”Happy Anniversary“ তারপর কান ধরে বলল ’সরি’.......... তোমার মত আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য রাতে উইশ করা হয়নি। তারপর চোখের সামনে মেলে ধরল আগে থেকে কেনা সযত্নে লুকিয়ে রাখা আমার পছন্দের একটা গিফট। তখন থেকে একটা প্রচন্ড রকম ভাললাগা আর ভালবাসার আবেশে সময় কাটছে............................ । ( হে প্রিয়তমা, তোমার মত করে আমিও যে ভুলে গিয়েছিলাম আমাদের মিলনক্ষনকে, ঘুমে কাটিয়ে দিয়ে দিলাম আমার ও আমাদের জীবনের একটা বিশেষ মুহর্তকে।



২০ এ জুন আমার জীবনের একটা শ্রেষ্টতম দিন। আজ থেকে ৯ বছর আগে এই দিনটিই আমার জীবনে একটি বিশেষ পাথেয় নিয়ে এসেছিল। এর পর থেকে প্রতি বছর এই দিনটিতে আমি ভীষণ ভাবে পুলকিত হই, আবেগে আপ্লুত হই আমাদের বিশুদ্ধ ভালোবাসায়। আনন্দ এবং বেদনার স্মৃতিগুলো আমাদের ভালোবাসাকে অনুরক্ত ও সমৃদ্ধ করছে দিনকে দিন। আশা করি বাকী জীবনেও এ ভাবেই ভাললাগায় আর ভালবাসায় আপ্লুত থাকতে পারব।



আমি যে আমার বউকে ভীষন ভালোবাসি সেটা টের পাই কেবল তার অনুপস্হিতেই। কেননা সে যখন পাশে থাকে তখন কেবলই মনে হয় আমারই কোন অঙ্গের মত সে তো আমরাই আছে, থাকবে সারাটি জীবন কেবল আমারই হয়ে। মাঝে মাঝে মনে হয় তার জন্ম কেবল আমার জন্য। সে আমার হয়ে আছে আমার হয়েই থাকবে। সে পাশে থাকলে জীবনের সব কিছুই, সব অভিজ্ঞতাই আমার জন্য সুন্দর, জীবনের জন্য অতি মুল্যবান। তাই বারে বারে ফিরে আসুক সুন্দর এই দিনটি, শুভ হোক আমাদের বিবাহ বার্ষিকী ”Happy Anniversary“

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১২ বিকাল ৪:০৮

দীপঙ্কর_আলোসন্দিপ বলেছেন: শুভকামনা

০৫ ই জুলাই, ২০১২ সকাল ১০:৩১

মুখ ও মুখোশ বলেছেন:

ধন্যবাদ দীপঙ্কর_আলোসন্দিপ।

ভাল থাকবেন।

২| ২০ শে জুন, ২০১২ বিকাল ৪:১৭

মাটি বিডি বলেছেন:

!:#P !:#P !:#P !:#P !:#P শুভকামন

০৫ ই জুলাই, ২০১২ সকাল ১০:৩২

মুখ ও মুখোশ বলেছেন:

অসংখ্য ধন্যবাদ মাটি বিডি আপনাকে শুভকামনার জন্যে।
ভাল থাকবেন।

৩| ২০ শে জুন, ২০১২ বিকাল ৪:১৯

মাটি বিডি বলেছেন: া

০৫ ই জুলাই, ২০১২ সকাল ১০:৩৩

মুখ ও মুখোশ বলেছেন:

ি


??

৪| ২০ শে জুন, ২০১২ বিকাল ৪:২৫

সিফাত৬৯ বলেছেন: শুভকামনা

০৫ ই জুলাই, ২০১২ সকাল ১০:৩৪

মুখ ও মুখোশ বলেছেন:


অসংখ্য ধন্যবাদ সিফাত৬৯ আপনার শুভকামনার জন্যে।
ভাল থাকবেন।

৫| ২০ শে জুন, ২০১২ বিকাল ৪:২৮

রাতজাগাপাখি বলেছেন: Happy Anniversary to both of you... God bless you and your family...

০৫ ই জুলাই, ২০১২ সকাল ১০:৩৫

মুখ ও মুখোশ বলেছেন:


অসংখ্য ধন্যবাদ রাতজাগাপাখি আপনার দোয়া এবং শুভকামনার জন্যে।
ভাল থাকবেন সবসময়।

৬| ২০ শে জুন, ২০১২ বিকাল ৫:২৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শুভকামনা থাকলো

০৫ ই জুলাই, ২০১২ সকাল ১০:৩৬

মুখ ও মুখোশ বলেছেন:

ধন্যবাদ আপনাকে।


ভাল থাকবেন।

৭| ২১ শে জুন, ২০১২ দুপুর ১:৩৪

মিলটন বলেছেন: ভাবী কি এবারও আপনাকে ছোট হাতা ওয়ালা পাঞ্জাবী গিফট করলো?

যাই হোক পোষ্ট চোখ এড়ালো কিভাবে? তারপরেও

Happy Anniversary + ১ দিন




বউ এর আলতো ভালবাসার চুম্বন, আমায় ক্ষমা কর তুমি লক্ষীসোনা, I am sorry, very sorry ----------------------------------------------------------------------------------------
(লইজ্জা পাইলাম)

০৫ ই জুলাই, ২০১২ সকাল ১০:৩৮

মুখ ও মুখোশ বলেছেন:

বলা যাবে না টপ সিক্রেট...............


লজ্জা নারীর ভুষন!!!!!!!! আর ভাবী কি ভালবা.........................ন দেয় না মিল্টন ভাই? আহারে!!!!!

৮| ০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৫:০৯

আরিয়ানা বলেছেন: Belated happy anniversary !!

০৫ ই জুলাই, ২০১২ সকাল ১০:৪১

মুখ ও মুখোশ বলেছেন:

ধন্যবাদ আরিয়ানা দেরী করে হলেও শুভকামনার জন্য।

৯| ০৭ ই জুলাই, ২০১২ সকাল ১১:১৮

জুল ভার্ন বলেছেন: Belated Happy Anniversary to both of you... God bless you and your family...

০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫২

মুখ ও মুখোশ বলেছেন:

ধন্যবাদ ভাইয়া শুভকামনার জন্য আর সব সময় পাশে থাকার জন্য। আপনার কোন মন্তব্য না পেলে মনে হয় আমার লেখা অসম্পুর্ন থাকে।

১০| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অনেক শুভ কামনা রইল আপনাদের জন্য... :)

গতকাল ছিল আমাদের ৫ম বর্ষপূর্তি... :!> :!> :#>

০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০৭

মুখ ও মুখোশ বলেছেন:

ধন্যবাদ জহিরুল ভাই শুভকামনার জন্য আর সেই সাথে আপনার জন্যও রইল অশেষ অশেষ শুভকামনা। সাথে ভাবী ও আপনাকে ৫টি সালাম।

ভাল থাকবেন সবসময়।

১১| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪১

মাইক্রনিায়া বলেছেন: অনেক শুভ কামনা রইল আপনাদের জন্য

০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০৮

মুখ ও মুখোশ বলেছেন:


ধন্যবাদ ভাই শুভকামনার জন্য।

ভাল থাকবেন নিরন্তর।

১২| ০৭ ই জুলাই, ২০১২ রাত ৮:২৪

রাহী আবদুল্লাহ বলেছেন: শুভ কামনা রইল আপনাদের জন্য।

০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০৯

মুখ ও মুখোশ বলেছেন:

অসংখ্য ধন্যবাদ শুভকামনার জন্য ‍সেই সাথে ভাল থাকবেন সবসময়।

১৩| ০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৯

রাতুল_শাহ বলেছেন: দেরীয় শুভেচ্ছা- আর শুভকামনা সব সময়ের জন্য।

০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১২

মুখ ও মুখোশ বলেছেন:
দেরীর শুভেচ্ছ‍াই হাত পেতে নিলাম আর শুভকামনায় হলাম কৃতার্থ। সবকিছুর জন্য রইল অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকবেন রাতুল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.