নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধুনিকতার দখিনা বাতাসে সমাজবিমুখ আমি\nএখনো খুলে রাখি বোধের উত্তর জানালা\nসেই উত্তুরে বাতাসে আমার ঘরের ত্রিমাত্রিক শূন্যতায়\nভেসে বেড়ায় আমার দুই মাত্রার কাগুজে চিন্তা

ঊনআশি

ঊনআশি › বিস্তারিত পোস্টঃ

শব্দের শব দেহ

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৫

ঠিক করেছি এখন থেকে শুধু শব্দ লিখে যাব

একাকিত্বের শব্দ গুলো বসবে একাকি

ভালোবাসার শব্দ গুলো থাকবে ওদের বৃত্তাবদ্ধ করে

কিছু বয়সের ভারে ন্যূজ শব্দ ও লিখে যাবো এক কাতারে

কিছু বৃদ্ধ শব্দকে টেনে আনবো শব্দের বৃদ্ধাশ্রম থেকে

কিছু লিখবো হাসপাতালে ভর্তি অসুস্থ শব্দ

কিছু মৃত শব্দকে টেনে তুলবো পুরনো কবর থেকে

শব্দের শব নিয়ে মাতবো পৈশাচিক আনন্দে

কিছু কদাকার শব্দকে প্লাস্টিক সার্জারি করিয়ে বানাবো প্রতিমা

কিছু অভিজ্ঞ শব্দকে বিরক্তির সাথে বসিয়ে রাখবো এক কোনায়

কিছু শব্দ লিখবো অর্থবোধক- কিছু দ্ব্যর্থবোধক - কিছু নিরর্থক অলংকার।



এই সব শব্দগুলোকে ছড়িয়ে ছিটিয়ে সাঁজিয়ে দিয়ো তুমি

করতে পারবে বিরাম চিহ্নের যথেচ্ছা ব্যবহার

যতটা চাও বিরতি নিয়ো আমার ভালবাসা থেকে

তবু তৈরী করতেই হবে তোমায় আজ

আমার পছন্দের শব্দে তোমার মনের কবিতা।

না হয় আজ আমি সব ভালবাসার শব্দ কেড়ে নিয়ে

শব দের সাথে হারিয়ে যাব....চিরতরে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: অভিমান?

২| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৩

বেলা শেষে বলেছেন: কিছু শব্দ লিখবো অর্থবোধক- কিছু দ্ব্যর্থবোধক - কিছু নিরর্থক অলংকার।
...then also better for writing....

৩| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৮

বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.