নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধুনিকতার দখিনা বাতাসে সমাজবিমুখ আমি\nএখনো খুলে রাখি বোধের উত্তর জানালা\nসেই উত্তুরে বাতাসে আমার ঘরের ত্রিমাত্রিক শূন্যতায়\nভেসে বেড়ায় আমার দুই মাত্রার কাগুজে চিন্তা

ঊনআশি

ঊনআশি › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার ছায়াপথ

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৬

তোমার আমার প্রেম আকাশে আজ লোহিত অপভ্রংশের রক্তিম আভা

তোমার চলা ছোট্ট পৃথিবী ঘিরে বড়জোর সৌরজগতের সংকীর্ণ বিশালতা

কিন্তু আমার যে হাঁটতে হয়েছে কত নাম না জানা ছায়াপথ ধরে......

কাটাতে হয়েছে কত কৃষ্ণবিবরের প্রচণ্ড আকর্ষণ

তবু ছুটে চলেছি আমি কোন এক অজানা গন্তব্যে

কারণ আমি চেয়েছি তোমার এই ক্ষুদ্র পৃথিবীর দূষিত বাতাস থেকে তোমাকে মুক্ত করতে

তোমায় নতুন এক পৃথিবী উপহার দিতে

সেই নতুন পৃথিবীর অজানা ঠিকানা খুঁজতে গিয়ে আজ আমি হারিয়ে ফেলেছি তোমার পৃথিবীর ঠিকানা

আজ আমি ফিরতে গিয়ে দেখি ফেরার পথ টা আজ বড্ড বেশী অচেনা

সামনে এগোনোর অন্ধ মোহে পেছোনে ফেরার পথ আমি হারিয়েছি ক্রমশ

তাইতো আমাদের আকাশে ঐ লোহিত অপভ্রংশের ছোপ ছোপ আভা দেখা যায়

এটা কি লীমেটার এর আবিষ্কৃত লোহিত অপভ্রংশই নাকি তোমার আমার হৃদয় রক্তে আঁকা পিকাসোর কোনো ক্যানভাস

কেন জানি আজ বিজ্ঞানীর চেয়ে শিল্পী কে বড় বেশি বাস্তব মনে হয়

বাস্তবতা আর যৌক্তিকতার শক্ত আবরণ ভেঙে আজ মানবিকতা আর ভালবাসা কে অনেক বেশি মূল্য দিতে ইচ্ছে করে.....

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভালো লিখেছেন।

২| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৯

আমিনুর রহমান বলেছেন:




পাঠে ভালো লাগা।

৩| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসার ছায়াপথ সেটি তো বিশাল হবে। কোটি আবেগ অনুভূতির মিশেলে একটি ভালবাসার ছায়াপথ। :)

৪| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর!!

৫| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।

৬| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৪

বটবৃক্ষ~ বলেছেন:


খুব সুন্দর লাগ্ল!! নিখাদ অনুভুতির কথামালা!! :)

৭| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর কিছু কথা পেলাম। কবিকে শুভেচ্ছা :)

৮| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:২২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার আবেদন লেখায় । শুভেচ্ছা :)

৯| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার আবেদন লেখায় । শুভেচ্ছা :)

১০| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২২

বৃষ্টিধারা বলেছেন: অনেক সুন্দর....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.