| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারুণ্যহারা বার্ধক্যের মতো অযাচিত
জানালাহীন বদ্ধ ঘরের মতো গুমোট
মাঠভরা শুষ্ক পাতার মতো মর্মর
স্রোতহীন মৃতপ্রায় নদীর মতো
কিছুটা বিশৃঙ্খল কিছুটা বিচ্ছিন্ন কিছুটা অস্বাভাবিক
কিছুটা খাপছাড়া সময় এসে পড়ে অসময়েই।
কঠিন বরফের মতো- তরল নয়- সরল নয়
কোলাহলে বন্দী নিস্তব্ধতার মতো
সর্বত্র বিরাজমান তবু খুঁজে না পাওয়ার মতো
আরোপিত সামাজিকতার মাঝে অসামাজিক প্রতিরোধের মতো
পৌনঃপুনিক প্রশ্নের অত্যাচারে অভিব্যক্তিহীন নিরবতার মতো
দুর্নিবার প্রেমহীন শঙ্কিত ভালোবাসার মতো
কিছু একটা থেকেই যায়
অন্ধকারের মাঝে জ্বলন্ত মশালের মত
অন্ধকার নয় হয়তো বা শৈত্য কাটাতেই............।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
বেশ সুন্দর