| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

'যেহেতু'র জমিতে গড়ে ওঠে
'সুতরাং'এর যৌক্তিক অট্টালিকা
'এবং' এর দুপাশ জুড়ে বন্ধুত্ব খেলা করে
'কিন্তু'র পরে মেলা বসে বৈপরীত্যের
এবং অতঃপর
প্রচন্ড নৈর্ব্যক্তিক শব্দদের ভিড়ে
ক্রমশ অর্থহীন হতে থাকে
অনুভুতির প্রয়োজনীয় অস্পষ্টতা
কিন্তু তারপরও জেগে উঠে অব্যয় স্বপ্নরা
জেগে উঠে কল্পনার ডুবোচর
হয়তোবা অযথাই হঠাৎ কোথাও কেউ
লিখে চলে ভাবনাগুলো
সাদা কাগজ জুড়ে ভেসে বেড়ায়
নিউরণের অকৃত্রিম ছায়া
তাতে একটু আঁধার একটু আলো
কী যায় আসে সেই আধারে
জেনেশুনে পথ হারালেও।
©somewhere in net ltd.