![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমা করো
অনন্ত সুখের দিকে হাঁটতে চাই আমি , যদি না পারি
তবে ধংস করে দিতে চাই সমস্ত বিশ্বভ্র্যমাণ্ড ।
অনন্ত আশার সাগরে ভাসতে চাই আমি, যদি না পারি
তবে শুকিয়ে ফেলতে চাই সমস্ত সাগরের পানি ।
অসীম র্ধয্যের বাঁধ তৈরি করতে চাই আমি , যদি না পারি
তবে পুড়িয়ে ফেলতে চাই সমস্ত সহিষ্ণু মাটি ।
আমি যা চাই তা নয় আমি, আমি আমাকে ধংস করে দিতে চাই,
আমার ভিতরে তৃতীয় মাত্রা যোগ করে হয়ে যেতে চাই অন্য আমি ।
বিকঠ চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমাকে ক্ষমা করো পৃথিবী
যেখানে আমার পাওয়ার কোন স্বীকৃতি নেই, আমার চাওয়ার কোন মূল্য নেই
সেখানে থাকব না আমি, আমি বড় অভিমানী, আমাকে ক্ষমা করো পৃথিবী ।
©somewhere in net ltd.