![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অচেষ্ট-অদৃষ্ট
(০১/১০/২০১৬)
অচেনা এক অদ্ভুত আঁধারে মিশে গেছি নিজের ছায়াতলে ,
যেখানে দিন-রাত্রির পার্থক্য নেই বলে
প্রত্যেকটা চেনা মানুষ অচেনা হয়ে যায়
আর অচেনাগুলোর চাহনি যেন পরিহাসে পরিতৃপ্ত হয় ।
এ যেন জোয়ার-ভাটাহীন গোমতী নদী
ছোট ছোট ঢেউ, খড়স্রোতা নয় , কীর্তিনাশা নয়
তাই পাড় ভেঙ্গে নতুন দ্বীপ সৃষ্টি নাহি হয় ।
যেখানে ঝগড়া নেই, বাদী-বিবাদী নেই, নেই শাসন
আছে তব মহা বিচারক বিবেকের দংশন ......।
আপন ছায়া গিলে খায় আপনাকে ......
প্রতিনিয়ত সেই দংশনে আড়ষ্ট হতে হতে
দুরারোগ্য ছোঁয়াচে রোগী মনে হবে আপনাকে ,
মনে হবে প্রতিটি পদক্ষেপে ধ্বংস করে চলেছি পৃথিবীকে ।
এ জীবন যেন সহস্র বছরের পুরানো পাণ্ডুলিপি
এর অর্থ উদ্ঘাটন নিজ পক্ষে দুরধ্যয় লিপি ।
এ যেন জীবন্ত জীবাশ্মের মত নিজেকে বদলাতে না পারা এক অচিন জীব ।
এ যেন মহাকালের যাত্রা মিস করা কোন এক যাত্রী ,
ভুল সময়ে করা হস্তমৈতন, ভুল সময়ে উঠা দাঁড়ি ,
ভুল সময়ে বিদ্যাগ্রহন কারী শিক্ষার্থী ,
ভুল সময়ে আবেদনকারী চাকুরী প্রার্থী ।
এ যেন ভ্রান্তির রাজ্যে বিলাশ করা কোন এক নির্মোহ যাত্রী ।
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৭
বৃক্ষের বচন বলেছেন: কানিজ রিনা , আপনি ঠিক বলেছেন...........।আপনাকে অশেষ ধন্যবাদ।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮
বিজন রয় বলেছেন: সুন্দর।
নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৯
কানিজ রিনা বলেছেন: একথা সত্য মানুষের ইচ্ছা চিন্তাই নিজের কাছে নিজে সঠিক। কেউ ন্যায়ের পথে থেকে
বিক্ষাত হয় কেউ অন্যায়ের পথে থেকে কুক্ষাত হয়। কুক্ষাত ব্যাক্তি গুল সব সময়
বলিষ্ঠ হয়।