নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিপথ অন্বেষা সর্বদাই বহমান নদীর মত। এক্ষেত্রে মৌলবাদী হবার উপায় নেই।\nযুক্তি মুক্তি।

মুক্তিকর্মী

আমি যুক্তিতে পরাজিত হতে ভালোবাসি।

মুক্তিকর্মী › বিস্তারিত পোস্টঃ

মতপ্রকাশের শত্রু কারা?

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮



দুঃখজনক হলেও সত্য, আমাদের মাঝেই কিছু 'নিরোপেক্ষ' ব্যাক্তিত্ব আছে। তারা সব সময় নিরব থাকে। যখনই নিজেদের স্বার্থে টান পড়ে তখন তারা গর্জে ওঠে।

অবাক হবেন, তাদের নাম গুলো সবাই জানেন। খুবই পরিচিত মানবাধিকার কর্মী, আইনজ্ঞ, নারীবাদী। অথচ মুক্তমনা ব্লগ সাইটগুলোও আমার পোস্ট ব্যান করে দেবে, যদি তাদের নাম উল্লেখ করি।

বাংলাদেশে মানুষ অস্থির অবস্থায় দিন যাপন করছেন। তারা স্বাধীনতার নামে চরম ভাবে আজ পরাধিনতা উপলব্ধি করছেন। নির্বাচন, গনতন্ত্র, স্বাধীনতা, রাজনীতি, অর্থনীতি, সামাজিক পরিবেশ কিছুই স্বাভাবিক নয়। অথচ আমাদের দেশে সরকার আছে, মানবাধিকার সংগঠন আছে, নারী অধিকার সংস্থাগুলো আছে, আইনী সহায়তা সংস্থা গুলো রয়েছে। বহু যোগ্যতাসম্পন্ন ব্যাক্তত্বরা রয়েছে। তাদের নিরব অবস্থান বর্তমান অসভ্যতা ও অপশাসনকে সমর্থন করছে।

ঠিক মুক্তিযুদ্ধের আগেও যেমন দেশে সরকার ছিলো, মানবাধিকার কর্মী ছিলো, নাগরিক কমিটি গুলো ছিলো। কিন্তু তারা তাদের মহা সম্মানীয় অবস্থানকে ব্যবহার করেছিলো পাকিস্তানি হানাদারদের পক্ষে। আর আজ? আজও ওইসব পাপিষ্ঠ লোকই জনদূর্ভোগে নিরব। দেশের রাস্তা থেকে প্রশাসন সর্বত্র ঘুনে খেয়ে নিঃশেষ করেছে তবুও তারা চেতনার পক্ষে নিরব থেকে সহায়তা দিচ্ছেন।

যারা কথা বলছেন তাদেরকে পাকিস্থানি দালাল বলে থামিয়ে দেয়া হচ্ছে। আজ কান্না গুলো সূদূর পাকিস্তান থেকে কন্ট্রোল করা হচ্ছে!! মানুষের মৃত্যু শোক আর পাকিস্তানের সম্পত্তি বলে প্রচার করা হচ্ছে! আপনারা বলুন, এটাকে কীকরে মত প্রকাশের স্বাধীনতা বলা যায়?

ইয়াহইয়ার সম্মানহানি করাই তো মানবতার পক্ষে থাকা! তাই নয় কি?

তাহলে আমাদের মহা সম্মানিত গোষ্ঠী কালের ইয়াহইয়াদের পক্ষে কেন? তাদের সহায়তায় নিরব কেন তারা? কেন তাদের পক্ষে অসহায়কে পাকিস্তানি দালাল বলে আরো দমিয়ে দেয়া হচ্ছে? তাহলে স্বাধীনতাকে হাইজাক করে কি অমানুষরাই আবারও রক্ত নিয়ে ব্যবসা ফেদে বসেনি?

আজ কথা বলা কিংবা মত প্রকাশের আগে বহু কার্টেসি মেন্টেন করতে হচ্ছে। ইয়াহইয়াদের নাম উল্লেখ করা যাবেনা, ভুট্টোদের নাম উল্লেখ করলে ভয়! আজ তারা সর্বত্র কল্যানের এজেন্সি খুলে বসেছে। তারা অন্যায় করে তার নাম দিচ্ছে ন্যায়। আর একদল বুদ্ধিবেস্যা তাদের হয়ে জনমত দমন করে যাচ্ছে। আমরাও বাধ্য হয়ে সুশীল সেজে সাহিত্য আকারে যন্ত্রনার ফিরিস্তি দিচ্ছি। যারা যন্ত্রণার অনিসহ্যে চিৎকার করে উঠছে তারাই হয় জীবন থেকে নয়তো সামাজিক প্লাটফর্ম থেকে 'ব্যান' হয়ে যাচ্ছে।


এভাবে কখনো সভ্যতার চর্চা হয়না। অসভ্যতাকে ধীরে ধীরে চেপে বসতে আহবান করা হয় মাত্র।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.