নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন মেঘ রৌদ্রকে সাথী করে,কবিতার হাত ধরে এগিয়ে যাওয়ার প্রয়াস

সত্যের জন্য। সবসময়।

মুক্তমনা অগ্রদূত

চলুন হই মুক্তমনা

মুক্তমনা অগ্রদূত › বিস্তারিত পোস্টঃ

আমি কাব্য

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

জন্মান্তরের বিস্মৃতিতে

সময়ঘড়ি প্রভাতীতে,

দিবারাত্রির মাঝামাঝি।

ভ্যালেন্টাইনের বিদীর্ণ

সত্যসাধনায় নয়।

ভেনাসের নগ্ন ভাস্কর্যে

স্বর্গিক ভালোবাসাও নয়।

অন্ধ স্তবকে হোমারিয় অডিসি

সিংহ সম্মুখে গ্ল্যাডিয়েটরের শিরস্ত্রাণ ,

তুমি ছিলে ব্যস্ত সাম্রাজ্য বিস্তারে

পৃথিবীও ব্যস্ত উন্মেষে সুমেরীয়-ব্যাবিলন,

অসহ্য ক্ষুধার্তের বিশ্ব-আয়োজন যখন,

তখনও আমি পরম সত্য;

আমি নম্র

আমি কাব্য।





প্রজন্ম বিস্তৃত কালান্তরে

নীলস্বার্থে বর্ণে প্রোথিত;

সনাতনী বিষখড়গে হন্ত।

গোঁড়াভণ্ডামির উপচ্ছায়া উপেক্ষে

অস্পৃশ্যা দেবীকে ছুঁয়েছিল যে কুলীন,

তারই চীর ধৃষ্ট জাতিস্মর আমি ;

আমি অসহ্য

আমি কাব্য।



বোঝেনি কোনই অর্বাচীন

নিকোটিন চির অর্থহীন।

স্পন্দন হৃদয়ে, ধুম্রবিষে

মরণ ফুসফুস অবাধি।

রাজপথ কিংবা উপত্যকা

বিষণ্ণ পত্রে প্রশাখা,

অনুভূতি রাশ কল্পদ্যুতি

নির্বাসিত কষ্ট আমি,

নষ্ট স্বপ্ন আমি ।

আমি সুপ্ত ;

প্রবল প্রকাশ

আমি অসংখ্য

আমিই কাব্য ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.