নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন মেঘ রৌদ্রকে সাথী করে,কবিতার হাত ধরে এগিয়ে যাওয়ার প্রয়াস

সত্যের জন্য। সবসময়।

মুক্তমনা অগ্রদূত

চলুন হই মুক্তমনা

মুক্তমনা অগ্রদূত › বিস্তারিত পোস্টঃ

সত্তা

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬

চাওয়া এটুকুই
গভীর রাত্রে ঝির বৃষ্টি কিংবা
পার্কের বেঞ্চিতে ভর দুপুরে ঘুম;
বটতলা ছড়িয়ে শিকড় ,
দীপশিখায় নিলাভ- হলুদের উত্তাপ
নলখাগড়া বনে ঘাসফড়িং খোঁজে,
বাধভাঙ্গা উচ্ছ্বাস,আর আবারও
ফিরে পেতে দুরন্ত কৈশোর।

ইদানিং সে নিরুদ্দেশ
শহর ছাড়িয়ে যোজন দূরে;
ছায়াবীথির লৌকিক দীপ্তি খোঁজে
জোনাকি গল্প শোনায় শিয়রে রাতে
শ্যামল-ছায়ায় নিহার যেখানে,
সিক্ত ঘাসের স্পর্শ সেখানে।

সত্য এখানেই , ভালবাসা এখানেই
অন্তঃ করণে স্নিগ্ধতাই ধর্ম ; কাব্য সেখানেই
অহর্নিশি যেথায় প্রান্তিক বর্ষণ
রুঢ়-রৌদ্র হেথায় আমরণ ।

সহস্র ক্রোশ পথযাত্রী কিংবা
রূপালী রাতের অতি পূর্ণিমা ;
অনুভূতির সাতরঙ্গা চাঁদের আসরে
স্তিমিত ধ্রুবতারা-ছোঁয়া স্বপ্ন-বাসরে ।

তরুলতা ছাওয়া কাদামাটির যে পথ
একেবেকে চলে গেছে বহুদূর ;
খেয়া ঘাটে ভেড়ানো তরণি
গোধূলিতে অগণিত সাজবাতি জ্বালে ।
সে পথেই বৈকালি লগ্নে হারিয়ে যায়
স্রষ্টার এই প্রকৃতির অসীমতায় , আর
প্রায়ই খোঁজ মেলে আজকাল
তার সাথে ; অবচেতন ইচ্ছা
মনুষ্যত্বের অকৃত্তিম সত্তার সাথে ।


মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

আল মামুন খান বলেছেন: ভালো লাগা রেখে সাথেই রইলাম প্রিয় কবি!

২| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮

মুক্তমনা অগ্রদূত বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।ধন্যবাদ

৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৯

তাশমিন নূর বলেছেন: কবিতা ভালো লেগেছে। চালিয়ে যান। সাথেই আছি।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩৩

মুক্তমনা অগ্রদূত বলেছেন: ;)

৫| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫২

তাশমিন নূর বলেছেন: প্রতিটি মন্তব্যের উপর বাঁয়ের দিকে সবুজ তীর চিহ্ন যুক্ত একটি অপশন আছে, যাতে লিখা আছে মন্তব্যের রিপ্লাই দিন। ওখানে ক্লিক করলে একটি আলাদা উইন্ডো ওপেন হবে মন্তব্যের উত্তর দেয়ার জন্য। ওখানে আপনার উত্তর লিখে পোস্ট করলে উত্তরটি কমেন্টদাতার কমেন্টের সাথেই থেকে যাবে। এভাবে প্রতিটি কমেন্টের উত্তর দিতে পারবেন আপনি। ধন্যবাদ। শুভ কামনা।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৩

মুক্তমনা অগ্রদূত বলেছেন: ব্যাপারটা জানা ছিলনা। ধন্যবাদ :)

৬| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৭

তাশমিন নূর বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.