![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলুন হই মুক্তমনা
যাবে চলে ? যাওনা চলে,
আজ হাত ধরব না ।
হৃদয় ? ভস্ম ,
অনুভূতি ? মিথ্যে
কষ্ট ? সেতো তৃণসম,
আজি এই রাত্রে ।
ছলছল তটনী আছড়ে পড়ে পায়ে,
ভেসে যাব,
নিয়ে তোমায় ছোট ডিঙ্গি নায়ে ।
তীরে বসে সন্ধ্যা হতে,
তোমায় নিয়ে ভাবলাম
ভাবনা,
মাত্র ছদ্মে গাঁথলাম ।
আর তখনই ?
হলে আবার অভিমানী ?
অভ্যস্ত আমি ,
তোমার বিহনে
অভ্যস্ত আমি কষ্টে,
আর মিছে রাত্রি জাগরণে।
কষ্ট দিয়েছ অনেক,
অভিমানি কন্যা
তাই,আজ হাত ধরব না
আজ তোমায় ফেরাব না ।
©somewhere in net ltd.