নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন মেঘ রৌদ্রকে সাথী করে,কবিতার হাত ধরে এগিয়ে যাওয়ার প্রয়াস

সত্যের জন্য। সবসময়।

মুক্তমনা অগ্রদূত

চলুন হই মুক্তমনা

মুক্তমনা অগ্রদূত › বিস্তারিত পোস্টঃ

আরও একবার যুদ্ধে যাবো

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

ইতিহাস দেখেছো?দেখেছো ’৭১?
না মুসলিম,না মালাউন;
তুচ্ছ মানুষ;ধর্মটাও খুন।
পাক-জানোয়ারের পিচাশ উল্লাস,
ধর্ষণে,বেয়নটে খুবলে লাশ।
কোটি-প্রাণ শরণার্থীর ক্রন্দন
বাতাসে মিলিয়েছে তা,
অবলীলায় রক্ত ঝরিয়ে
পেয়েছি কি?আকাঙ্খার স্বাধীনতা?

যোদ্ধা যে প্রকৃত;বিলকুল বিস্মৃত
নকলে বাড়ছে লিস্ট নামমাত্র ভাতায়,
কর্মহীন পঙ্গু মজুর সে খেটে;
পেয়েছে স্বাধীনতা সন্তান-নাতি কোটায়।

গণহত্যার রাজাকার;সবতো আজ মন্ত্রী-সরকার
দম্ভে ষড়যন্ত্রে;স্বপ্ন বঙ্গভূমি চলে বিদীর্ণ করে।
ঝোলাই একটা ফাঁসিতে,সার্বভৌমত্বটুকু জলাঞ্জলি;
ভীন-আমেরিকা আসে শাসাতে।

স্বাধীনতাটা তোষামুদি মিডিয়া-সংবাদপত্রে
হলুদসাংবাদিকতায় ছত্রে ছত্রে।
শোনাও সত্যটা,যাবে রেগে;
সাগর-রুনি লাশে,সঙ্গে এতিম মেঘে।

বাগস্বাধীনতা আজ বিশ্বকাপে,পতাকায়
প্ল্যাকার্ডে ‘GO AHEAD PAKISTAN’
তারস্বরে চিৎকার, শেরেবাংলায়।

আবেগ বর্ষে,বর্ষে দুইদিন
২৬ মার্চ,১৬ই ডিসেম্বর লাল-সবুজে,
কাভার ফটোর সঙ্গে,প্রো-পিক চেঞ্জে।
দেশাত্ব,লালন,ভাটিয়ালি শুনি মুদে আঁখি,
লিঙ্কিন,হিন্দি,এমিনেমটা;একদিনইতো,তুলে রাখি।
‘রয়েল বেঙ্গল টাইগার’ বুলি আওরাই
‘সোনার বাংলা’য় ডিসেম্বর মাসে।
সুন্দরবনটা তেলে গোল্লাক,
আমার কি তাতে যায় আসে?

আমি যোদ্ধা সংশপ্তক,অপরাজেয় বাংলা।
আসবো আমি যুগে যুগে
যদি শুনি হায়নার হাসি;
গগণে ত্রাস শকুনচারী
বারংবার বিদ্রোহী মূর্তি হবো।
লক্ষ্য জন্তু;তুলবো স্টেনগান,
গড়বো আর এক ধ্বংস কাব্য;
আরও একবার যুদ্ধে যাবো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

নুরএমডিচৌধূরী বলেছেন:
আমি যোদ্ধা সংশপ্তক,অপরাজেয় বাংলা।
আসবো আমি যুগে যুগে
যদি শুনি হায়নার হাসি;
গগণে ত্রাস শকুনচারী
বারংবার বিদ্রোহী মূর্তি হবো।
লক্ষ্য জন্তু;তুলবো স্টেনগান,
গড়বো আর এক ধ্বংস কাব্য;
আরও একবার যুদ্ধে যাবো

ভাললাগার এক রাশ শুভেচ্ছা

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

মুক্তমনা অগ্রদূত বলেছেন: ধন্যবাদ । আপনাকেও শুভেচ্ছা। ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.