![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলুন হই মুক্তমনা
মেয়েটি বলেছিলো...আপনার কিছু একটা হয়েছে...আমি অস্বীকার করেছিলাম...
সিগারেটটা প্রথম যেদিন ভুলে উলটো করে জ্বালিয়েছিলাম আর দোকানদার ছেলেটা হাসলো...তখনো কিছুই হয়নি...সব ঠিক ছিলো...অন্য এক মেয়েকে যখন অদিতি নামে ডেকে ফেললাম... সেও হাসলো...তখনো সব ঠিক ছিলো...একটা সুন্দর গোল্ডেন লকেট চকবাজারে খুজতে খুজতে পেয়ে গেলাম...দোকানদারকে জিজ্ঞাসা করলাম..."ইয়ে কিতনি হ্যায়?"...দোকানদার আমাকে দেখে হেসে বললো "বাবু, ইয়ে 'মংগল সুত্র' হ্যায় "...এতক্ষণেও খেয়াল করিনি! এইটা 'মংগল সুত্র' ই তো...এটাই কিনতে যাচ্ছিলাম !
এমন ভুলতো আমি ভুলেও করিনা।
তখন নিশ্চিত হলাম...সত্যিই আমার কিছু একটা হয়েছে!
২| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:০৩
ব্লগার_প্রান্ত বলেছেন: সহমত, আপনার আসলেই কিছু হয়েছে।
৩| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:১৬
নায়লা রহমান বলেছেন: "তাসফিয়া"র মৃত্যুতে এখন সন্দেহের তীর আদনানের বন্ধু সোহেলের দিকে!
৪| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৩৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রেমে পড়েছেন?
৫| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৫৮
মুক্তমনা অগ্রদূত বলেছেন: না ভাই, বিয়েইতো হয়নি :p @চাঁদগাজী
তাই ই মনে হচ্ছে :p @প্রান্তর পাতা
প্রেমের লক্ষণ হলে প্রেমেই পড়ছি @অনিকেত বৈরাগী তূর্য্য
৬| ০৭ ই মে, ২০১৮ সকাল ১০:২১
রাজীব নুর বলেছেন: আজ দিনটাই কুফা! CNG থামাইয়া পুলিশ রাস্তায় নামাইয়া দিছে!
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৮ রাত ৮:০২
চাঁদগাজী বলেছেন:
আপনার কি ছেল হয়েছে, নাকি মেয়ে হয়েছে?